গতকাল বাংলাদেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা না যাওয়ায় আজ ত্রিশ রোজা পূর্ণ হচ্ছে। শাওয়ালের চাঁদ দেখে আজ পবিত্র রমজান মাসের রোজার সমাপ্তি হবে। কাল মঙ্গলবার, ৩ মে পবিত্র ঈদুল ফিতর মানে খুশির সেই ঈদ উৎসব।
চট্টগ্রাম, ২ মে, ২০২২:
গত দুই বছর করোনা মহামারিতে ঈদ আনন্দ অনেকটা স্থবির হয়ে পড়েছিল। কিন্তু এবার মহামারির কোনো বিধিনিষেধ নেই। নেই লকডাউনে আটকে থাকা জীবন। তাই কালকের হবে আনন্দঘন। ‘ও মন রমজানের ঐ রোজার শেষে/ এল খুশির ঈদ….. আনন্দের সমস্ত উৎসব উপচে পড়বে বাংলাদেশের মুসলিম সম্প্রদায়ের ছেলে- বুড়ো, নারী পুরুষ, কিশোর কিশোরি, শিশু সহ সকলৃর মধ্যে।
সকাল হলেই ঈদের নতুন জামা গায়ে প্রথমে ঈদের নামাজ পড়া।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় ঈদের প্রধান জামাত বরাবরের মতোই হবে নগরীর দামপাড়াস্থ জমিয়তুল ফালাহ মসজিদে। সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, ঈদ জামাত সরকারের শর্ত মেনে মসজিদের ভেতরেই হবে। প্রথম জামাত হবে সকাল সাড়ে আটটায়। দ্বিতীয় জামাত হবে ৮টা ৪৫ মিনিটে।
কেন্দ্রীয় ঈদ জামাত কমিটি যথারীতি স্টেডিয়ামে আয়োজন করবে ঈদের নামাজ। দ্বিতীয় বৃহত্তর জামাত হবে নগরীর আন্দকিল্লা শাহী জামে মসজিদে। এছাড়া নগরীর উন্মুক্ত ময়দানসহ নির্ধারিত জায়গায় ঈদ জামাত আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মুসলমানদের ঈদের ইহকালীন তাৎপর্য হলো, রমজান শেষে সাদাকাতুল ফিতর দিয়ে অসহায়-গরীবদের আর্থিক সহায়তার বিশেষ ব্যবস্থা রয়েছে। অস্বচ্ছল পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে আনতে বা কর্মহীনদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে দুু’টি ঈদ যথেষ্ট ভূমিকা রাখে। সঙ্গতকারণে এবার এ বিষয়টির প্রাসঙ্গিকতা আরো অধিক। ঈদের পরকালীন তাৎপর্য হলো- আল্লাহ রাব্বুল আলামীন রমজান মাসকে বিভিন্ন ধরনের নিয়ামতে ভরপুর করেছেন। এ মাসেই মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়। দিনে রোজা রাখার এবং রাত্রিকালীন ইবাদতের মধ্যে অনেক ফযীলতের কথা বিবৃত হয়েছে। লাইলাতুল কদর নামক হাজার রাতের চেয়েও শ্রেষ্ঠ একটি মহিমান্বিত রাত দান করা হয়েছে এ মাসে। পাপ মোচনের এবং আল্লাহর নৈকট্য লাভের এক সুবর্ণ সুযোগ এসে যায় রমজান মাসে। এ সমস্ত নিয়ামতের শুকরিয়া স্বরূপ আনন্দ উৎসবের ব্যবস্থা। কাজেই ঈদ নিছক আনন্দ উৎসব নয়। যে আনন্দ উৎসবের কারণ আছে।
পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, এক মাস সিয়াম সাধনার পর আবার এসেছে পবিত্র ঈদ-উল-ফিতর। ঈদ-উল-ফিতর মানেই খুশি ও আনন্দ, আসুন আমরা সবাই মিলে ঈদ-উল-ফিতরের আনন্দ উপভোগ ও ভাগাভাগি করি।
তিনি প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে দেশ ও জনগণের কল্যাণে আত্মনিয়োগ করতে সকলের প্রতি আহ্বান জানান। এবং সবাইকে ঈদের শুভেচ্ছা জানান।
এদিকে দেশের কোথাও কোথাও সৌদি আরবের সাথে মিল রেখে আজ ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে। বংশ পরম্পরায় দেশের কোনো কোনো এলাকার মুসলমানরা প্রত্যেক বছর ঈদ উদযাপন করে আসছে।
Discussion about this post