চট্টগ্রাম, ১০ মে, ২০২২:
শ্রীলঙ্কার পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে উঠছে। গতকাল প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের পদত্যাগের পর এবার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাক্ষের পদত্যাগের দাবিতে সোচ্চার বিক্ষোভকারী ও বিরোধী রাজনৈতিক দলগুলো।
বিরোধী দল জানিয়েছে, যদি গোটাবায়া প্রেসিডেন্টের পদ ত্যাগ করে তাহলে এসজেবি(সামাজি জানা বালাবউইগেয়ায়ার )সরকারের দায়িত্ব গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।
এসজেবির সংসদ সদস্য হারসানা রাজাকারুনা শ্রীলঙ্কান সংবাদ মাধ্যমকে বলেন, অধিকাংশ এমপি প্রস্তাব করেছেন দলের তখনই কেবল উচিত হবে সরকারের দায়িত্ব নেওয়া, যখন ক্ষমতাসীন প্রেসিডেন্ট পদত্যাগ করবেন।
অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট নিয়ে চলমান বিক্ষোভের মধ্যে মঙ্গলবার শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসে বুধবার সকাল পর্যন্ত শ্রীলঙ্কায় কারফিউ সময় বাড়িয়েছেন। তিনি ৯ মে ১৯:০০ থেকে ১১ মে ০৭:০০ পর্যন্ত কোনও পাবলিক রাস্তা, রেলপথ, পাবলিক পার্ক, পাবলিক বিনোদন এলাকা বা অন্যান্য পাবলিক অঞ্চল বা সমুদ্র উপকূল ব্যবহার না করার নির্দেশ দিয়েছেন।
গত কয়েকদিন ধরে সরকারের বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ তীব্রতর হলে বিক্ষোভকারীদের দাবির মুখে প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র দেন প্রধানমন্ত্রী মাহিন্দ রাজাপাকসে।
গতকাল সামবার কলম্বোতে সংঘটিত সংঘর্ষে সাতজন নিহত এবং ২৩১ জন আহত হয়েছে। আহত ২১৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানায় স্পুটনিক শ্রীলঙ্কার মিডিয়া আউটলেট।
মাহিন্দার পদত্যাগের পর শ্রীলঙ্কার উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশের কুরুনেগালা শহরে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের বাসভবনে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। শ্রীলঙ্কার বিদায়ী প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে পদত্যাগের কয়েক ঘণ্টা পর মঙ্গলবার ভোরবেলা সামরিক অভিযানে তাকে উদ্ধার করা হয়। এরপর তিনি সামরিক তত্ত্বাবধানে রয়েছেন বলে জানা গেছে। সূত্র: বিদেশি সংবাদ মাধ্যম।
Discussion about this post