চট্টগ্রাম, ২৩মে, ২০২২:
হাটহাজারীতে আইপিএল নিয়ে কথা কাটাকাটি ও মারামারির ঘটনায় প্রতিপক্ষ সমর্থক দলের হামলায় ফারুক হত্যা মামলার প্রধান দুই আসামি ফয়সাল(২২) ও ফরহাদকে(২১) গ্রেপ্তার করেছে র্যাব-৭। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৩ মে র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল ফারুক হত্যা মামলার ৩নং আসামি ফরহাদকে কক্সবাজার জেলার চকরিয়া থানার বেতুয়া বাজার পূর্ব বেতুয়া সিকদার পাড়া থেকে এবং ১নং আসামি ফয়সলকে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার পুরাতন কলেজ রোড সংলগ্ন অনন্তপুর তার খালাতো ভাইয়ের ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়। ফরহাদ ও ফয়সাল দুইজনই হাটহাজারী থানার দক্ষিণ পাহাড়তলি এলাকার সৈয়দ হোসেন ও মৃত সেকান্দর হোসেনের ছেলে। তারা ফারুককে হত্যার কথা স্বীকার করেছে বলে র্যাব -৭ জানিয়েছে।
হত্যাকাণ্ডের শিকার দিনমজুর ফারুক(৩৫) গত ৫ এপ্রিল বিকাল ৫টার দিকে হাটহাজারী থানার আমান বাজারের পশ্চিমে ফয়সালের চায়ের দোকানে টেলিভিশনে আইপিএল খেলা দেখছিলেন। সেখানে মোঃ ফরহাদও(২১) খেলা দেখছিল। খেলার পক্ষ বিপক্ষ নিয়ে ফরহাদের সাথে ফারুকের তর্ক বির্তক হয়। তর্ক বির্তকের এক পর্যায়ে ৫ এপ্রিল রাত অনুমান ১১ টার দিকে ফারুক দোকান হতে বের হয়ে নিজ বাসার উদ্দেশ্যে রওয়ানা হয়ে হাটহাজারী থানার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১ নং ওয়ার্ড দক্ষিণ পাহাড়তলী আমান বাজারের পশ্চিমে ভাড়াটিয়া ফয়সালের চায়ের দোকানের পাশে নাজিম কলোনীর গলি পথে পৌঁছালে ফরহাদ (২১), ফয়সাল (২২) এবং অজ্ঞাতনামা আরও ৪/৫জন লোহার শিকল, এসএস পাইপ ও লাঠি দিয়ে ভিকটিমকে হত্যা করার উদ্দেশ্যে এলোপাতাড়ি মারধর করে ফারুকের মাথায়, ডান কানে, নাকে, চোখে ও মুখসহ শরীরের বিভিন্নস্থানে আঘাত করে গুরুতর জখম করে। আঘাতপ্রাপ্ত ফারুকের মুখ দিয়ে অতিরিক্ত লালা নির্গত হতে থাকায় অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলে আক্রমণকারীরা ঘটনাস্থল হতে পালিয়ে যায়।
গুরুতর আহত ফারুককে মাটিতে লুটিয়ে থাকা অবস্থায় দেখে রাস্তার লোকজন চিকিৎসার জন্য দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মোঃ ফারুককে পর্যবেক্ষণ ও পরীক্ষানিরিক্ষা করে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহত ফারুকের মা সুরমা বেগম বাদি হয়ে হাটহাজারী মডেল থানায় ১১ জনের নাম উল্লেেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
র্যাব তাদের প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ঘটনার পর হতে আসামিরা আত্মগোপন চলে যায়।
র্যাব-৭ জানায়, ফারুককে নির্মমভাবে হত্যার পর থেকে ঘটনার সাথে জড়িত আসামিদের গ্রেফতারের জন্য র্যাব ব্যাপক গোয়েন্দা নজরদারি অব্যহত রাখে। এক পর্যায়ে র্যাব-৭ এই দুই আসামির অবস্থান জানতে পারে। অবস্থান নিশ্চিত হবার পর আজ কক্সবাজার ও নোয়াখালীতে অভিযান চালিয়ে ফরহাদ ও ফয়সালকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানায় ফারুক হত্যাকাণ্ডের আসল হত্যাকারী ফরহাদ ও ফয়সাল এই দুজন বলে দাবি করে।
র্যাব দুই আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে হাটহাজারী থানায় হস্তান্তর করেছে। সূত্র প্রেস রিলিজ, র্যাব।
Discussion about this post