চট্টগ্রাম, ১৫ জুন, ২০২২:
কাতার বিশ্বকাপের ৩২ টি দেশের অংশগ্রহণ নিশ্চিত হয়ে গেছে। সর্বশেষ দল হিসাবে যুক্ত হয়েছে কোস্টারিকা।২০২২ বিশ্বকাপ বাছাইপর্ব থেকে শেষ দল হিসেবে বিশ্বকাপে উঠল উত্তর আমেরিকার দলটি। কোস্টারিকা নিউজিল্যান্ডকে ১-০ শূন্য গোলে হারিয়ে ২০২২ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। কাতারের আল রাইয়ানে বিশ্বকাপ বাছাইপর্বে প্লে অফ ম্যাচটি কোস্টারিকা সময় দুপুরে শুরু হয়। আহমেদ বিন আলী স্টেডিয়ামে আজ আন্তমহাদেশীয় প্লে অফে আজ ওশেনিয়া প্রতিনিধি নিউজিল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে কোস্টারিকা। এখন ই গ্রপে কাতার জার্মানি, স্পেন ও জাপানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে।
কোন কোন দেশ ফুটবল বিশ্বকাপ ২০২২ এ কাতারে খেলতে পারবে সেই গ্রুপের ভিত্তিতে দেশগুলো হল: গ্রুপ এ: কাতার, নেদারল্যান্ডস, সেনেগাল ও ইকুয়েডর, গ্রুপ বি: ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, ইরান ও ওয়েলস, গ্রুপ সি: আর্জেন্টিনা, মেক্সিকো, পোল্যান্ড ও সৌদি আরব, গ্রুপ ডি: ফ্রান্স, ডেনমার্ক, তিউনিসিয়া ও অস্ট্রেলিয়া, গ্রুপ ই: স্পেন, জার্মানি, জাপান ও কোস্টারিকা, গ্রুপ এফ: বেলজিয়াম, ক্রোয়েশিয়া, মরক্কো ও কানাডা, গ্রুপ জি: ব্রাজিল, সুইজারল্যান্ড, সার্বিয়া ও ক্যামেরুন এবং গ্রুপ এইচ: পর্তুগাল, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া ও ঘানা।
চারটি দলের প্রত্যেক গ্রুপ থেকে দুটি করে দল উত্তীর্ণ হয় নক-আউট পর্বে যাবে।
এবারের বিশ্বকাপের সময়কাল কমিয়ে আনা হয়েছে, রাশিয়া বিশ্বকাপ ২০১৮ এর তুলনায় চারদিন কমেই শেষ হবে কাতার বিশ্বকাপ। তবে ইউক্রেনে আক্রমণের জন্য রাশিয়ার নাম বিশ্বকাপের মূলপর্ব থেকে সরিয়ে দিয়েছে ফিফা।
২১নভেম্বর উদ্বোধনী ম্যাচে স্বাগতিক কাতারের মুখোমুখি হবে দক্ষিণ আমেরিকার দেশ একুয়েডর।একদিনে চারটি করে ম্যাচ হবে। ১২ দিন ধরে গ্রুপ পর্বের ম্যাচ চলবে।
এশিয়া অঞ্চল থেকে মোট ৬টি দেশ বিশ্বকাপে খেলবে। কাতার, ইরান, দক্ষিণ কোরিয়া, জাপান, সৌদি আরব ও অস্ট্রেলিয়া। এর মধ্যে কাতার আয়োজক দেশ হওয়ার কারণে সরাসরি সুযোগ পাচ্ছে। এবার ম্যাচ পরিচালনায় প্রথম তিনজন মহিলা রেফারি থাকবে। ফাইনাল ম্যাচ হবে ডিসেম্বর।
Discussion about this post