চট্টগ্রাম, ২৮ জুন, ২০২২:
চট্টগ্রামে পাহাড়ে আশেপাশে ঝুঁকিতে বসবাসকারীদের সরাতে ও সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কাজ করছে চট্টগ্রাম জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশন। আজ সকাল থেকে চট্টগ্রামে পাহাড়ের ঢাল, পাদদেশ ও পাহাড়ের আশেপাশে বসবাসকারীদের ঝুঁকিপূর্ণ বসতি থেকে সরে যেতে চট্টগ্রাম জেলা প্রশাসন প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছ।
অন্যদিকে অতি বর্ষণের কারণে মহানগরীরতে সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও পরিস্থিতি পর্যবেক্ষণে
চট্টগ্রাম সিটি কর্পোরেশন জরুরি নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন করেছে । আজ সিটি কর্পোরেশন এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
তারা জানায়, নগরবাসীর জানমালের ক্ষয়ক্ষতির আশংকায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন টাইগারপাসের নগর ভবনের কনফারেন্স রুমে জরুরি নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন করেছে। সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী প্রাকৃতিক দুর্যোগের কারণে নগরীর কোথাও কোন ধরনের মানবিক বিপর্যয় ঘটলে তা দ্রুত মোকাবেলায় চসিকের জরুরি নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগ করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান। নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগের নম্বর: ০১৭১৭-১১৭৯১৩ অথবা ০১৮১৮-৯০৬০৩৮
এদিকে নগরীর আকবর শাহ এলাকায় পাহাড় ধস এলাকা পরিদর্শনে যান স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. জহুরুল আলম জসিম, চসিক সচিব খালেদ মাহমুদসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
পাহাড়ে বা পাহাড়ের কাছাকাছি ঝুঁকিতে বসবাসকারীদের সরাতে চট্টগ্রাম জেলা প্রশাসন মাইকিং করছেন বলে জানিয়েছে। জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌহিদুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, আজ সকাল থেকে সংশ্লিষ্ট এলাকার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরে যেতে মাইকিং করছেন। তাদের জন্য আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে বলে জানান তিনি।
সূত্র জানায়, নগরীর বাইরে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় পাহাড় সহ ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের সরে যেতে পাহাড় ধসের সতর্কতা অবলম্বনে কাজ করতে বলা হয়েছে। ছবি: সংগ্রহ করা।
Discussion about this post