চট্টগ্রাম, ১৮ জুন, ২০২২:
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আগামী ২৭ থেকে ২৯ জুন চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে সিজেকেএস রেজাউল করিম সিকদার ফাউন্ডেশন চুকবল লীগ ২০২২। এই লীগে চট্টগ্রামের স্বনামধন্য ১৪টি দল অংশ গ্রহণ করবে। এই উপলক্ষে লীগের স্পন্সর কর্তৃক স্পন্সরশিপ চেক হস্তান্তর অনুষ্ঠান আজ শনিবার বিকালে এম. এ আজিজ স্টেডিয়ামের কনফারেন্স রুমে সিজেকেএস চুকবল কমিটির চেয়ারম্যান এইচ.এম সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত থেকে চেক হস্তান্তর করেন লীগের স্পন্সর প্রতিষ্ঠান রেজাউল করিম সিকদার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জাহিদুল করিম চৌধুরী বাপ্পি সিকদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিজেকেএস’র যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, মসিউর রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ শাহাবুদ্দিন মোঃ জাহাঙ্গীর, নির্বাহী সদস্য জি.এম হাসান, সিজেকেএস হ্যান্ডবল কমিটির সম্পাদক আসলাম মোরশেদ, চুকবল কমিটির সদস্য ইঞ্জিনিয়ার নুরুজ্জামান, সিজেকেএস কাউন্সিলর আব্দুর রশিদ লোকমান প্রমুখ।
অনুষ্ঠানে আ.জ.ম নাছির উদ্দিন বলেন, ভাল ফলাফলের জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। পরিশ্রম ও একাগ্রতা থাকলে যে কোন কাজে সফলতা আসবেই। তিনি খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, এই ফলাফল ধরে রাখতে হলে প্রশিক্ষণের মাধ্যমে প্রতিনিয়ত দক্ষতার উন্নতি সাধন করতে হবে।
খেলাধুলার উন্নয়নে স্পন্সরদের গুরুত্ব বর্ণনা করে তিনি বলেন, খেলাধুলার মূল চালিকা শক্তি হল আর্থিক পৃষ্ঠপোষকতা। এই পৃষ্ঠপোষকতা দিয়ে খেলাধুলার উন্নয়নে এগিয়ে আসায় তিনি স্পন্সর প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিজ্ঞপ্তি
Discussion about this post