চট্টগ্রাম, ১৯ জুন, ২০২২:
নতুন নারী উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে দিন ব্যাপী মমতার সোশ্যাল মিডিয়া মার্কেটিং এন্ড প্রোডাক্ট ফটোগ্রাফি প্রশিক্ষণ কর্মশালা নগরীর হালিশহরের মমতা অডিটোরিয়ামে গত ১৮ জুন সম্পন্ন হয়েছে। মমতার পরিচালিত উইম্যান এন্ট্রাপ্রিনেয়রশিপ এন্ড উইম্যান ওর্য়ার্কাস লাইফ স্কিল ডেভেলমেন্ট (ডাব্লিউ ই ডাব্লিউ ডাব্লিউ এল এসডি) প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক ব্রান্ড ‘লুলুলেমন’ এর সহযোগিতায় পরিচালিত প্রকল্পের এই প্রশিক্ষণে সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর মধ্যে জীবনমান উন্নয়নে সচেষ্ট ও উদ্যোক্তা হতে আগ্রহী এমন নারীদের হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদেরকে কর্মশালার ম্যানুয়েল প্রদান করা হয়।
প্রশিক্ষণ সমাপনীতে সেশনে প্রধান অতিথি ছিলেন মমতার প্রধান নির্বাহী রফিক আহামদ।
আরও উপস্থিত ছিলেন উপ-প্রধান নির্বাহী মো. ফারুক, সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ারসহ প্রকল্প সমন্বয়কারী সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
বক্তারা বলেন, সমাজে নারী ক্ষমতায়ন ও মর্যাদা প্রতিষ্ঠাকরণে নারীর অর্থনৈতিক মুক্তির বিকল্প নেই। সেক্ষেত্রে কারিগরি দক্ষতার ও প্রশিক্ষণের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া নারীরাসহ নতুন প্রমিলা উদ্যোক্তা সৃষ্টিতে এই প্রকল্প প্রশংসনীয়ভাবে কাজ করছে। প্রশিক্ষণার্থীরা এ ধরনের যুগোপযোগী ও প্রায়োগিক প্রশিক্ষণ আয়োজনের জন্য মমতা ও লুলুলেমনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি
Discussion about this post