চট্টগ্রাম, ২৭ নভেম্বর, ২০২২:
বিশ্বকাপে দেয়াল পিঠ ঠেকে যাওয়া আর্জেন্টিনার মেক্সিকোর সাথে আজকে জয় ছাড়া অন্য কোনো বিকল্প ছিল না। তাদের সেই আকাঙ্ক্ষা পূরণ করছে খেলার দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে মেসির এক যাদুকরি শট। এর আগে মনে হচ্ছিল আর্জেন্টিনার জয়ের আশা ক্ষীণ হয়ে আসছিল। এমন সময়ে ডি মারিয়ার এসিস্টে গোল করেন মেসি। দলের প্রয়োজনে সঠিক সময়ে দল ১-শূন্য গোলে এগিয়ে নিয়ে যান এই জাদুকর মেসি । আবারো ৮৭ মিনিটের মাথায় দারুণ একটি শটে দলকে ২ গোলে এগিয়ে নিয়ে যান বদলি হয়ে খেলতে আসা এঞ্জো ফারনান্দেজ। এই মিড ফিল্ডার ৮৭ মিনিটের মাথায় অপর গোলটি করেন। এতে ২- শূন্য গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। ৮৭ মিনিটে দ্বিতীয় গোল হজম করার পর মেক্সিকোর ঘুরে দাঁড়ানোর শেষ আশাটুকু প্রায়ই ফিকে হয়ে যায়। কারণ সৌদি আরবের সাথে ২-১ গোলে হারা সেই আর্জেন্টিনার সাথে মেক্সিকোর সাথে খেলা আর্জেন্টিনার কোনো মিল ছিল না। বাংলাদেশ সময় আজ রাত ১টায় লুসাইল আইকনিক স্টেডিয়ামে প্রথমার্ধে আর্জেন্টিনার খেলায় যেটুকু ফাঁকফোকর ছিল, দ্বিতীয়ার্ধে মাঠে নেমে তাদের আর অগোছালো মনে হয়নি। তারই ফলাফল ১-০ গোলে মেক্সিকোর পিছিয়ে যাওয়া। এর আগ পর্যন্ত মেক্সিকো প্রায় সমান তালে মেক্সিকোর সাথে লড়াই করছিল। প্রথমার্ধে প্রায় সমানে সমান ছিল দুই দল। ফাউলে দুই দলই কেউ পিছিয়ে ছিল না। দ্বিতীয়ার্ধেও উভয়পক্ষের আক্রমণে আগের মতই ছিল রেফারির ফাউলের বাঁশি। কিন্তু এরমধ্যেও ফলাফল নিজেদের পক্ষে নিতে সক্ষম হয় আর্জেন্টিনা। এর কারণও আছে-সৌদিদের বিপক্ষে ২-১ গোলে হারের ম্যাচের একাদশে পাঁচটি পরিবর্তন আনেন কোচ স্কালোনি। দ্বিতীয়ার্ধে নামানো হয় বদলি ফার্নান্দেজকে। যিনি ওই দিন শেষ পেরেক টুকে দেন মেক্সিকোর কফিনে । আর খেলা শেষে ২-০ গোলে জয় পায় আলবাসেলেস্তেরা।
আর্জেন্টিনা বনাম মেক্সিকো এই ম্যাচ টি ঘিরে ভক্তদের ছিল নানা আশা-প্রত্যাশা। সৌদি আরবের বিপক্ষে হারার পর এই ম্যাচ টিই ছিল আর্জেন্টিনার ঘুরে দাঁড়ানোর সুযোগ। কিন্তু প্রতিপক্ষ যখন মেক্সিকো তখন সুযোগটা এতো সহজ ছিল না। তবুও নানা জল্পনাকল্পনার মধ্যে শুরু হয় ম্যাচ।
তবে সৌদির সাথে আর্জেন্টিনার পরাজয়ে যে স্বপ্নভঙ্গ আর্জেন্টিনা দলের সমর্থকদের সেই হতাশা থেকে বেরিয়ে আসার সুযোগ হল তাদের। এতে কাতার বিশ্বকাপ ফুটবলের আকর্ষণও বাড়বে।
এদিকে আর্জেন্টিনাকে হারিয়ে দেওয়া সৌদিকে গতকাল হারিয়ে দিয়েছে পোলিশরা। ২-০ গোলে জয়ী পোলিশরা এখন আর্জেন্টিনা, সৌদি পোলিশদের পয়েন্টে খুব বেশি পার্থক্য হবে না। ছবি: সংগ্রহ