চট্টগ্রাম, ১২ ডিসেম্বর, ২০২৩:
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্যানডোরের কিডনি ডায়ালাইসিস ফি বাড়ানোর প্রতিবাদে রোগী ও রোগীর স্বজনদের চারদিন ধরে চলা বিক্ষোভের মধ্যে হাসপাতালের কিডনি ওয়ার্ডে আরো ১০ টি ডায়ালাইসিস মেশিন বসানো হচ্ছে বলে জানা গেছে। সরকারিভাবে কিডনি রোগীদের ডায়ালাইসিস সেবা দিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ১০টি ডায়ালাইসিস মেশিন এসেছে।
ডায়ালাইসিস ফি কমানোর দাবিতে গত চার দিন ধরে রোগী ও স্বজনেরা আন্দোলন করেন। রোগী ও স্বজনেরা শনিবার থেকে আগের ফি এবং ভর্তুকি সেশন আগের মতো বহাল রাখার দাবি জানিয়ে আসছিলেন।
চট্টগ্রামের কিডনি রোগীদের জন্য ২০১৭ সালের ৫ মার্চ ৩১টি ডায়ালাইসিস মেশিন নিয়ে চমেক হাসপাতালের প্রাইভেট পার্টনারশিপে চালু করা হয় কিডনি ডায়ালাইসিস সেন্টার স্যানডোর।
স্যানডোর এর আগে দুই রকম মূল্যে ডায়ালাইসিস সেবা দিয়ে আসছিল। এর মধ্যে ভর্তুকি মূল্যের সেবা ছিল ৫১০ টাকা। যা এখন বাড়িয়ে ৫৩৫ টাকা করা হয়েছে। ভর্তুকি ছাড়া দুই হাজার ৭৮৫ টাকা, সেটা বাড়িয়ে করা হয়েছিল ২৯৩৫ টাকা। কিন্তু রোগীরা বাড়তি ফি ও সেশন মানতে রাজি নয়। যে কারণে গত শনিবার থেকে হাসপাতালে আন্দোলন শুরু করে। গতকাল
মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত দেড় ঘণ্টা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন কিডনি রোগী ও তাদের স্বজনেরা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা ১টার দিকে পুলিশ রাস্তা থেকে রোগী ও স্বজনদের তুলে দেয়। এ সময় অনেককে মারধর করা হয় বলে অভিযোগ করেছেন তারা।প্রথম দিকে হাসপাতালের নিচতলায় বেসরকারি প্রতিষ্ঠান স্যানডোরের সামনে তারা প্রতিবাদ কর্মসূচি পালন করেন। কোনো সুরাহা না হওয়ায় গতকাল রাস্তায় নামেন। এসময় তারা মারধরের শিকার হন বলে সংবাদ মাধ্যমে খবর আসে।
এদিকে চমেক হাসপাতালে নতুন আসা মেশিনগুলো ১৫ দিনের মধ্যে চালু করার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এদিকে নতুন ডায়ালাইসিস মেশিনগুলো আগামী ১৫ দিনের মধ্যে কিডনি ওয়ার্ডে স্থাপন করা হবে বলে জানা গেছে। এরপর অসহায় ও দরিদ্র রোগীদের কম খরচে ডায়ালাইসিস সেবা প্রদান করা সম্ভব হবে।
নতুন করে আসা ১০টি ডায়ালাইসিস মেশিন চালু হলে আরও শতাধিক গরীর রোগীদের ডায়ালাইসিস সেবা দেওয়া সম্ভব হবে।
বর্তমান হাসপাতালের কিডনি ওয়ার্ডে চারটি ডায়ালাইসিস মেশিন চালু আছে। আরও তিনটি ডায়ালাইসিস মেশিন হাসপাতালের করোনা ইউনিটে রয়েছে। এখন করোনার প্রকোপ কমে যাওয়ায় এই তিনটি মেশিন গবির ও মুমূর্ষ রোগীদের সেবায় ব্যবহার করা হবে। বর্তমানে হাসপাতালের ৭টি ডায়ালাইসিস মেশিনের সাথে যোগ হবে নতুন ১০ টি মেশিন।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. শামীম আহসান সংবাদ মাধ্যমকে বলেন, গতকাল বুধবার নতুন ১০টি ডায়ালাইসিস মেশিন এসেছে। আগামী ১৫ দিনের মধ্যে এসব মেশিন ওয়ার্ডে স্থাপন করা হবে। আগের ৭টি সহ মোট ১৭টি মেশিনের মাধ্যমে বেসরকারির চেয়ে কম খরচে গরিব রোগীদের ডায়ালাইসিস সেবা প্রদান করা যাবে।
নতুন ১০টি মেশিন চালু হলে আরও ১০০ গরিব রোগীদের ডায়ালাইসিস সেবা দেওয়া হবে।
হাসপাতালে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় স্থাপন করা স্যান্ডর ডায়ালাইসিস সেন্টারে বর্তমান পরিস্থিতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত না আসা পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। তাদের সাথে চুক্তি অনুযায়ী ফি দিয়ে রোগীদের সেবা নিতে হবে। আর সরকারি পর্যায়ে পর্যাপ্ত ডায়ালাইসিস সেবা চালু হলে গরিব রোগীদের অগ্রাধিকার ভিত্তিতে সেবা প্রদান করা সম্ভব হবে।
তবে স্যানডোরের কিডনি রোগীদের কিডনি ডায়ালাইসিস নিয়ে গত প্রায় এক বছর ধরে নানা সমস্যা চলে আসছিল। এরমেধ্যে বেশ কয়েকবার ডায়ালাইসিস সেবায় বিঘ্ণও ঘটে।
Discussion about this post