চট্টগ্রাম, ২২ জুন, ২০২৩:
চসিকের ডেঙ্গু ও চিকনগুনিয়াসহ মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে ১০০ দিনের ক্রাশ প্রোগ্রাম উদ্বোধনের দিন খবর এল চমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজন মারা গেছে। আর গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ৩০ জন ডেঙ্গু রোগী। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া ৩৭ বছর বয়সী শাহজাহান চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার বাড়ি নগরীর আগ্রাবাদ এলাকায়। এর আগে গত ১৪ জুন নগরের একটি বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে সাকিব নামে ১৬ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়। ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৩০ জনের মধ্যে নগরীর সরকারি হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ২২ জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি আছে ৮জন।
এ ব্যাপাওে সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, ডেঙ্গু রোগীদের চিকিৎসা দিতে আমরা প্রস্তুত আছি। সিটি করপোরেশন এলাকার পাশাপাশি উপজেলা পর্যায়েও ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে। তবে আশার বিষয় হলো, নির্দিষ্ট এলাকাভিত্তিক রোগীর সংখ্যা খুবই কম।
সিভিল সার্জন নির্দিষ্ট এলাকাভিত্তিক রোগীর সংখ্যা কম বললেও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, আমরা ৫৭ টি হটস্পটসহ ৪১টি ওয়ার্ডে ১০০ দিনব্যাপী ক্রাশ প্রোগ্রাম পরিচালনা করব। চলতি বছরে চট্টগ্রামে এখন পর্যন্ত মোট ৩৭০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে নগরীতে ২৪৮ জন এবং উপজেলায় ১২২ জন। মোট আক্রান্তের মধ্যে চলতি জুন মাসেই শনাক্ত হয়েছে ১৮৮ জন। বর্তমানে চট্টগ্রামে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ১০৩ জন।
এদিকে বৃহস্পতিবার চট্টগ্রাম নার্সিং কলেজের সামনে এ কার্যক্রমের উদ্বোধনকালে মেয়র বলেন, আমি মেয়র হিসেবে দায়িত্ব নেয়ার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয়ে একটি গবেষণাদল গঠন করি। উনাদের বিজ্ঞানভিত্তিক পরামর্শের আলোকে বিমানবাহিনী থেকে আগামী পাঁচ মাসের জন্য মশা নিধনের ওষুধ মজুদ করা হয়েছে। আমরা ৫৭ টি হটস্পটসহ ৪১টি ওয়ার্ডে ১০০ দিনব্যাপী ক্রাশ প্রোগ্রাম পরিচালনা করব।
অনুষ্ঠানে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম আহসান বলেন, এবছর ডেঙ্গুতে যে কজন রোগী মারা গেছেন তারা সবাই হাসপাতালে একদম শেষ পর্যায়ে ভর্তি হতে এসেছিলেন৷ অথচ অসুস্থতার প্রাথমিক পর্যায়ে হাসপাতালে ভর্তি হলে হয়তো তাদের বাঁচানো যেত। একারণে জনগণের প্রতি আহবান আপনারা ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে সরকারি হাসপাতালে ভর্তি হোন, চিকিৎসা নিন।
Discussion about this post