চট্টগ্রাম, ২২ জুন, ২০২৩:
সিজেকেএস কনভেনশন হলে বৃহস্পতিবার, ২২ জুন সিজেকেএস তায়কোয়ানদো কমিটি কর্তৃক আয়োজিত বেল্ট টেস্ট ২০২৩ এ দ্বিতীয় সেশন এর বেল্ট ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মধ্যে বেল্ট ও সার্টিফিকেট প্রদান করেন বাংলাদেশ তায়কোয়ানদো ফেডারেশনের সহ-সভাপতি, সিজেকেএস যুগ্ম-সম্পাদক ও তায়কোয়ানদো কমিটির চেয়ারম্যান মশিউর রহমান চৌধুরী। এতে ৬জন প্রশিক্ষণার্থীকে ব্ল্যাক বেল্ট প্রদান করা হয়। সিজেকেএস তায়কোয়ানদো কমিটির যুগ্ম-সম্পাদক ও তায়কোনদো প্রধান প্রশিক্ষক আবদুল্লাহ আল নোমানের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিজেকেএস কাউন্সিলর এবং তায়কোয়ানদো কমিটির সদস্য মো. লুৎফুল করিম সোহেল, এন এইচ টি হোল্ডিং এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ তানসির তৈমুর মোরশেদ ও প্রশিক্ষণে অংশগ্রহণকারী খেলোয়াড় এবং প্রশিক্ষকবৃন্দ। বিজ্ঞপ্তি
Discussion about this post