চট্টগ্রাম, ২২ জুন, ২০২৩:
রাঙামাটির লংগদু উপজেলার অতি সুপরিচিত ব্যক্তি ১৮নং কাকপাড়িয়া মৌজার হেডম্যান বিয়াক থাং পাংখোয়া ওরফে পাংখোয়া হেডম্যান গত বুধবার দুপুরে পরলোক গমন করেছেন। ভারতের মিজোরাম দেমাগ্রিতে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।
সূত্র জানায়, বিয়াক থাং পাংখোয়া হেডম্যান দীর্ঘদিন দিন ধরে নানা রোগে ভুগছিলেন। বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ না হওয়ায় শেষে ভারতের মিজোরাম গিয়েছিলেন চিকিৎসার জন্য। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। তিনি লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়নের গরুশুটাং এলাকার পাংখোয়া পাড়ায়।
বিয়াক থাং পাংখোয়া হেডম্যান এর মৃত্যুতে বিভিন্ন মহল সহ পার্বত্য চট্টগ্রাম হেডম্যান এসোসিয়েশন রাঙামাটি জেলা শাখার উপদেষ্টা ও ৩৮৭ নং গাথাছড়া মৌজার হেডম্যান মোঃ এখলাস মিঞা খান ও লংগদু উপজেলা হেডম্যান এসোসিয়েশনের সভাপতি প্রেমলাল চাকমা ও সাধারণ সম্পাদক মানিক কুমার চাকমা ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি লংগদু উপজেলার সাধারণ সম্পাদক মনিশংকর চাকমা গভীর শোক প্রকাশ করে প্রয়াত হেডম্যানের আত্মার শান্তি কামনা করেছেন। তারা শোক সন্তপ্ত পরিবারবর্গ ও আত্মীয়-স্বজনের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জানান। বিজ্ঞপ্তি
Discussion about this post