চট্টগ্রাম, ৪ জুলাই, ২০২৩:
আজকের একজন সহ এই পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি আছে ৩৩ জন। চলতি মৌসুমে ৬১৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে চট্টগ্রামে।
ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত রোগীর নাম মো. মাহিদুল (৩৫)। তিনি ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ জুলাই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আজ নগরীরপার্ক ভিউ হাসপাতালে চান্দগাঁও এলাকার ওই রোগীর মৃত্যু হয়। মো. মাহিদুলের আগে ২ জুলাই চমেক হাসপাতালে মারা যান সীতাকু-ের রুবেল (২৮)। জুন মাসে মারা গেছেন মোট ৬জন। ১৫ জুন পার্কভিউ হাসপাতালে মারা যান উত্তর কাট্টলীর ১৬ বছরের মাস্টার সাকিবুল হাসান, চমেক হাসপাতালে ১৭ জুন মারা যান কক্সবাজারের সেলিনা খাতুন (৫৮), ১৮ জুন মারা যান রামুর (কক্সবাজার) লিয়াকত নূর চৌধুরী (৭০), ১৯ জুন মারা যান খাগড়াছড়ির সুমাইয়া (১৬), ২২জুন মারা যান আগ্রাবাদের শাহানাজ বেগম (৩৭)। ২৫ জুন এ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালে মারা যান উত্তর কাট্টলীর নাজিবা নরওয়ার (৬)। জানুয়ারির ৭ তারিখে চমেকে মারা যান আগ্রাবাদের ৭ মাসের আদনান, ১২ জানুয়ারি মারা যান বন্দরটিলার শারমিন আক্তার (১৬) এবং ১৪ জানুয়ারি মারা যান মীরসরাইয়ের আবু জাফর (৪৩)।
মঙ্গলবার ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হওয়া ৩৩ রোগীর মধ্যে সরকারি হাসপাতালে ৩০জন ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৩জন। জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া ৬১৩জন রোগীর মধ্যে সরকারি হাসপাতালে ৪১৮জন এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১৯৫জন। গতকাল হাসপাতাল ত্যাগ করেছেন ৫০৮জন রোগী। তাছাড়া হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ১০৫জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে দৈনিক রোগী ভর্তি বাড়লেও চিহ্নিত না হওয়া অনেক রোগী থেকে যাচ্ছে হিসাবের বাইরে। এতে ডেঙ্গু প্রকোপ নিয়ে আতঙ্ক বাড়ছে।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে একজনের মৃত্যু হয়েছে। সবাইকে সতর্ক থাকতে হবে, বাড়ির আশপাশ পরিস্কা-পরিচ্ছন্ন রাখতে হবে। যখনই ঘুমাতে যান, অবশ্যই মশারি টাঙ্গাতে হবে। অনেক সময় ডেঙ্গুতে আক্রান্ত হলেও সেটা সাধারণ জ্বর মনে করতে পারেন অনেকে। তাই তিনি সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে পরামর্শ দেন।
Discussion about this post