চট্টগ্রাম, ১২ আগস্ট, ২০২৩:
ডিমের বাজারে অস্থিরতার মধ্যে রাজধানীর কাপ্তান বাজারে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আসল রসিদ ছাড়া ডিম বিক্রির পাশাপাশি ডিমের মূল্য তালিকা ঝুলিয়ে না দেওয়ায় শনিবার কাপ্তান বাজারে ডিমের তিন পাইকারি বিক্রেতাকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শ্রাবণের প্রবল বর্ষণ শুরু হবার পর থেকে খুচরা বাজারে ডিমের ডজন প্রতি দাম উঠে ১৬০ টাকার উপরে। তাতে মানুষের প্রাত্যহিক খাবারের উপর ব্যাপক প্রভাব পড়ে। যে ডিমের ডজন খুচরা বাজারে ১৪০ টাকা ছিলতোর দাম কয়েক দিনের ব্যবধানে হুহু করে বেড়ে যাওয়ায় ভোক্তাদের মধ্যে চরম অস্বস্তি তৈরি হয়।
যে কারণে রাজধানীতে অভিযানে নামে প্রশাসন।
ডিমের এমন দাম অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি পাওয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডলের নেতৃত্বে সেখানে একটি মোটরিং অভিযান পরিচালনা করা হয়।
কাপ্তান বাজার এলাকা মনিটরিংকালে সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল সাংবাদিকদের জানান, পাইকারি রেট, ক্যাশ মেমোসহ সঠিক তথ্য না থাকায় সংশ্লিষ্ট পাইকাররা ডিম বিক্রি করছে।
কিছু ক্ষেত্রে দেখা গেছে, রশিদে পাইকারি-ক্রয়ের হার উল্লেখ না করেই কিছু ব্যবসায়ী ১ লাখ ৮০০ পিস ডিম বিক্রি করেছেন।
তিনি বলেন, ‘আমরা আসল ক্যাশ মেমো পাইনি,’ তিনি যোগ করেন, যেহেতু পাইকাররাও তাদের দোকানে মূল্য তালিকা ঝুলিয়ে ডিম বিক্রির সঠিক নিয়ম না মেনে তিন পাইকারকে ৩০,০০০ টাকা (প্রতি ১০,০০০ টাকা) জরিমানা করা হয়েছে।
যেসব বড় কোম্পানি পাইকারি রশিদ দিচ্ছে না তাদের প্রতি সতর্কতার ইস্যু তুলে ধরে তিনি বলেন, আগামী দিনে ওই কোম্পানিগুলোকেও আইনের আওতায় আনা হবে।
Discussion about this post