চট্টগ্রাম,১৩ নভেম্বর, ২০২৩:
দ্বাদশ সংসদ নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে। নির্বাচনের স্বচ্ছ ব্যালট বাক্সের পর এবার চট্টগ্রামে এসেছে নির্বাচনের মনোনয়ন ফরমসহ আট ধরনের মুদ্রিত নির্বাচনী সরঞ্জাম । গত ৪ নভেম্বর চট্টগ্রামে নির্বাচন কমিশন থেকে মনোনয়ন ফরমসহ আট ধরনের মুদ্রিত নির্বাচনী সরঞ্জাম আনা হয়।
এসব নির্বাচনী সরঞ্জামের মধ্যে ৪৮০টি মনোনয়ন ফরম, ৪৮টি জামানত বহি, ৪৮টি রশিদ বহি, ৪৮০টি ফরম-২২, ২২(ক), ২২ (খ), ২২ (গ), ২৪০টি প্রতীকের পোস্টার, ১৬ হাজার আচরণ বিধিমালা, ৩২০টি পরিচালনা ম্যানুয়েল ও ৪০০টি মনোনয়ন ফরম পূরণের নির্দেশিকা।
চট্টগ্রামের প্রতিটি উপজেলায় মনোনয়ন ফরম সহ সব সরঞ্জাম পাঠানোর সিদ্ধান্ত হবে আগামী কাল।
আর তফসিল ঘোষণার পরপরই মনোনয়ন ফরম বিতরণ শুরু হবে প্রার্থীদের মধ্যে।
তবে নির্বাচন অফিস সূত্র জানিয়েছে, ১৪ নভেম্বর তফসিল ঘোষণা হতে পারে। সেদিনই প্রতিটি নির্বাচন অফিসে মনোনয়ন ফরমসহ মুদ্রিত সকল ধরনের সরঞ্জাম পাঠানো হবে। ইতোমধ্যে এসব সরঞ্জাম নিয়ে যেতে আমরা উপজেলা কর্তৃপক্ষকে তাগাদা দেওয়া হয়েছে।
চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. এনামুল হক বলেন, নির্বাচন কমিশন থেকে মনোনয়ন ফরমসহ আরো কিছু নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। এগুলো কখন উপজেলায় পাঠাব সে সিদ্ধান্ত হয়নি। তবে কালকে এটা নিশ্চিত হতে পারবো।
এবার অনলাইন ও সরাসরি নির্বাচন অফিসে গিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেয়া যাবে। ইতোমধ্যে ভোট কেন্দ্র, ভোটার তালিকা মোটামুটি চূড়ান্ত করা হয়েছে।
গত ৪ নভেম্বর নির্বাচন কমিশন সচিবালয় থেকে মিরসরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন আট ধরনের মুদ্রিত নির্বাচনী সরঞ্জাম গ্রহণ করে চট্টগ্রামে নিয়ে আসেন বলে জানা গেছে।
এর আগে গতমাসে ভোটকেন্দ্র ও ভোটার তালিকা চূড়ান্ত করার পর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে ইসিতে ব্যালট বক্সের চাহিদা পাঠানো হয়েছিল । এতে চট্টগ্রামের জন্য অতিরিক্ত দুই হাজার ২৩২টি ও কক্সবাজারের জন্য ২৬১টি চাহিদা পাঠানো হয়। চাহিদা অনুসারে ইসি থেকে চট্টগ্রামে তিন হাজার ও কক্সবাজারে এক হাজার ব্যালট বাক্স, ঢাকনা ও লক পাঠানো হয়। চট্টগ্রাম জেলায় নির্বাচনের জন্য ১৮ হাজার ৮টি ব্যালট বাক্স প্রয়োজন হবে। ইতোমধ্যে ১৬টি আসনে নির্বাচনের জন্য স্বচ্ছ ব্যালট বাক্স, ঢাকনা ও লক উপজেলা নির্বাচন অফিসে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসের এক কর্মকর্তা বলেন, তফসিল ঘোষণার পরপরই মনোনয়ন ফরম বিতরণের নিয়ম আছে। প্রথমদিন তেমন মনোননয়ন ফরম বিতরণ হয় না। তফসিল ঘোষণার দুই একদিন পরেই প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করে।
জানা গেছে, প্রাথমিকভাবে প্রতিটি আসনের জন্য ৩০টি করে মনোনয়ন ফরম বরাদ্দ রাখা হয়েছে।
এবার মনোনয়ন ফরম দুইভাবেই বিতরণ করা হবে। অনলাইন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করে একইভাবে জমাও দেয়া যাবে। মনোনয়ন ফরম সংগ্রহ ও জমায় বাধাদানের ঘটনা এড়াতে বিশেষ এই উদ্যোগ নেয়া হয়েছে। অনেক সময় প্রার্থী, প্রস্তাবকারী ও সমর্থনকারীকে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদানে বাধা দেয়। এবার অনলাইনে ফরম বিতরণ ও জমা দেয়ার সুযোগ সৃষ্টি হওয়ায় সে জটিলতা কমবে। প্রার্থীরা চাইলে দুইভাবেই ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন।
প্রসঙ্গত, চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে ভোটার ৬৫লক্ষ ৭৬হাজার ৯২৫জন। এরমধ্যে পুরুষ ৩৪ লক্ষ ৬৩ হাজার ৫৮৩জন ও মহিলা ৩১ লক্ষ ১৩ হাজার ২৮১ জন। দুই হাজার ২২টি ভোটকেন্দ্রে কক্ষ রাখা হয়েছে ১৩ হাজার ৭৪১টি। এরমধ্যে পুরুষ কক্ষ সাত হাজার সাতটি ও মহিলা কক্ষ ছয় হাজার ৭৩৪টি। অস্থায়ী ভোটকক্ষ রাখা হয়েছে এক হাজার ৫০৬টি।
Discussion about this post