চট্টগ্রাম, ০৬ ডিসেম্বর, ২০২৩:
চলতি বছরের ডিসেম্বর থেকে সৌদি আরএসজিটিআই চট্টগ্রাম বন্দরের নবনির্মিত পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পরিচালনা শুরু করতে যাচ্ছে। আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে আরএসজিটিআই’র সাথে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চুক্তি স্বাক্ষর হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সৌদি বিনিয়োগ মন্ত্রী খালিদ আল ফালিহের উপস্থিতিতে চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল এবং ‘আরএসজিটি’-র সিইও জিন্স ও ফোলি চুক্তিতে স্বাক্ষর করেন।গত ১৪ নভেম্বর পতেঙ্গা কন্টেইনার টার্মিনালটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এটাই চট্টগ্রাম বন্দরের প্রথম টার্মিনাল, যেটি কোনো বিদেশি অপারেটর পরিচালনা করবে। দেশের প্রধান সমুদ্রবন্দরের নতুন এ টার্মিনাল সৌদি কোম্পানিটি আগামী ২২ বছর পরিচালনা করবে।
আরএসজিটিআই-রেডসি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল সৌদি আরবের আংশিক রাষ্ট্রীয় বিনিয়োগকারী প্রতিষ্ঠান।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ) এবং সৌদি আরবের কোম্পানি রেড সি গেটওয়ে টার্মিনাল (আরএসজিটি) এর মধ্যে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল (পিসিটি) পরিচালনার ক্ষেত্রে ‘কনসেশন চুক্তি’ বাংলাদেশে সৌদি বিনিয়োগ বাড়াতে আরো সহায়ক হবে।
তিনি বলেন, ‘এই ‘কনসেশন চুক্তি’ আমাদের দুই দেশের যৌথ স্বপ্নের এবং অর্থনৈতিক সহযোগিতা ও সমৃদ্ধির প্রতি অবিচল অঙ্গীকারের প্রমাণ।’
প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা এমন একটি ভবিষ্যতের অপেক্ষায় আছি যেখানে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সমৃদ্ধির চালিকাশক্তি হয়ে উঠবে।
এই চুক্তি ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন।
এ ব্যাপারে ব্যবসায়ী নেতৃবৃন্দ জানান টার্মিনালের দায়িত্ব পাওয়ার মাধ্যমে সেবা সরবরাহ বা লজিস্টিকস খাতে সৌদি অংশীদারিত্বের শুরু হয়েছে।
এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম সংবাদ মাধ্যমকে বলেন, এ মাসের মধ্যেই সৌদি আরএসজিটিআই টার্মিনাল পরিচালনা শুরু করবে। পতেঙ্গা টার্মিনাল চালু হলে খরচ ও সময় দুটোই সাশ্রয় হবে বলে এই ব্যবসায়ী নেতা জানান।
বাংলাদেশের ব্যবসায়ীরা জানিয়েছেন, সৌদি আরবের ব্যবসায়ীরা বাংলাদেশে খাদ্য, জ্বালানি, উৎপাদন ও সেবা সহায়তা খাতে বিনিয়োগের আগ্রহী। যে কারণে বর্তমানে সৌদি আরবের বিনিয়োগ বিষয়ক মন্ত্রী খালিদ আল ফালিহের নেতৃত্বে ৪০ সদস্যদের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল বাংলাদেশে এসেছেন।
Discussion about this post