চট্টগ্রাম, ০৬ ডিসেম্বর, ২০২৩:
সম্প্রতি নেপালের কাঠমুন্ডুতে আয়োজিত ৭ম সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ জাতীয় দলের হয়ে চট্টগ্রামের দুই কারাতে খেলোয়াড় মোঃ নাঈমুর রহমান এবং মোহাম্মদ আজাদ অংশগ্রহণ করে সাফল্যের সাথে পদক তালিকায় স্থান করে নিয়েছে। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলংকা, ভূটান এবং স্বাগতিক নেপালকে নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় মোঃ নাঈমুর রহমান -৬৭ কেজি ওজন শ্রেণীতে রৌপ্য এবং মোহাম্মদ আজাদ ৫৫ কেজি ওজন শ্রেণীতে তাম্র পদক অর্জন করে। চট্টগ্রামের এই দুই কৃ্তি খেলোয়াড় গত ২৮তম জাতীয় কারাতে প্রতিযোগতায়ও স্বর্ণ পদক অর্জনের কৃ্তিত্ব দেখায়। ইতিপূর্বে বাংলাদেশে অনুষ্ঠিত ৫ম সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ অনূর্ধ-২১ দলের হয়ে মোঃ নাঈমুর রহমান রৌপ্য পদক অর্জন করেছিলেন। চট্টগ্রামের খেলোয়াড়দের এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিন।