চট্টগ্রাম, ২৬ ডিসেম্বর, ২০২৩:
ফুলকপি প্রতীক এর চট্টগ্রাম-১০ নির্বাচনী এলাকার স্বতন্ত্র প্রার্থী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম আজ ২৬ ডিসেম্বর, মঙ্গলবার নগরীর ২৫ নং রামপুর ওয়ার্র্ডে গণসংযোগ এবং প্রধান নির্বাচনী কার্যালয়ে নানা শ্রেণী-পেশার মানুষের সাথে মতবিনিময় করেন। ২৫ নং রামপুর ওয়ার্ডে গণসংযোগকালে স্বাতন্ত্র প্রার্থী মোহাম্মদ মনজুর আলম সরকারি মুসলিম বালিকা প্রাথমিক বিদ্যালয় মাঠ, নজির আহম্মদ চৌধুরী রোড, রূপসা বেকারি মোড়, বরফকল, বড়– পুকুর পাড় রোড, হাছানশাহ মাজার, ফয়েজ কমিশনার বাড়ী, ফকির গলি মোড়, ধোপাপাড়া, নসু ফকিরের মাজার, হাজার দিঘী, হিন্দু পাড়া, নয়াবাজার, বিশ্বরোড মোড়, সবুজবাগ, খানবাড়ী, আনন্দধারা আবাসিক, এইচ ব্লক, এসি মসজিদ এলাকা ও জি ব্লকসহ ২০টি পথ সভায় বক্তব্য রাখেন। অত্র ওয়ার্ডে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মনজুর আলমের জনসংযোগের সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র ও ২৫নং ওয়ার্ড কাউন্সিলর আবদুচ সবুর লিটন স্বতন্ত্র প্রার্থী মনজুর আলমকে স্বাগত জানান। এসব পথ সভায় স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মনজুর আলম এলাকাবাসীর দিন বদলে ফুলকপি প্রতীকে ভোট প্রাথনা করেন।
সাবেক মেয়র বলেন, গণতন্ত্র রক্ষা করেই দেশকে সামনে এগুতে হবে। মানুষ গণতন্ত্রপ্রিয় নির্বাচন এলেই ভোটাররা তাদের পছন্দের প্রার্থী নিয়ে নির্বাচনকে উৎসবে পরিণত করে। আমার নির্বাচনী এলাকায় ফুলকপির পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। জনগণের এ জাগরন যথার্থ মূল্যায়নে সকলকে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ফুলকপি প্রতীকে ভোট দেয়ার আবারও অনুরোধ জানান। ফুলকপি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মনজুর আলম বলেন, আমি সংসদ সদস্য নির্বাচিত হলে চট্টগ্রাম-১০ হবে উন্নয়নের মডেল এলাকা। এসময় পথসভায় অন্যদের মধ্যে মতামত ব্যাক্ত করেন ২৫ নং রামপুর ওয়ার্ডের বাসিন্দাদের পক্ষ থেকে সর্দ্দার শামসুদ্দিন, আলী আজগর, ইউসুফ সর্দ্দার, মহিরুল ইসলাম আজাদ, মোহাম্মদ হারুন, সাখাওয়াত হোসেন, শেখ আহমদ, ফরিদ মেম্বার, মোহাম্মদ আরিফ উদ্দিন, লিটন, খায়রুল আলম, রফিক আহম্মদ ফরিদ মেম্বর, রফিক উদ্দিন, সুলতান আহম্মদ, আবদুর নুর, আবু সিদ্দিক, শাহ আলম, মজিবুর রহমান, মোহাম্মদ নাসির, মোহাম্মদ বসির আহম্মদ, সিরাজুল হক, দিদার আলম, মো. ইব্রাহীম, জাহেদ মুন্না সহ বিপুল সংখ্যক সমর্থক ও কর্মীবাহিনী। গণসংযোগে শত শত নাগরিক অংশগ্রহণ করে। পরে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মনজুর আলম তার প্রধান নির্বাচনী কার্যালয়ে ১০ আসনের নানা শ্রেণী ও পেশার নাগরিকদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।
চট্টগ্রাম-১০ আসনে ফুলকপি মার্কার স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম গতকাল ২৫ ডিসেম্বর ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে গণসংযোগ, বড়দিনের শুভেচ্ছা বিনিময় এবং প্রধান নির্বাচনী কার্যালয়ে নানা শ্রেণির পেশার মানুষদের সাথে মতবিনিময় করেন।
তিনি গতকাল সোমবার নগরীর ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে গণসংযোগ, বড়দিন উপলক্ষে মাদার তেরেসা চেরিটেবল হাসপাতালে খ্রিস্টান সম্প্রদায়ের সিস্টার, শিক্ষক ও রোগীদের সাথে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন এবং প্রধান নির্বাচনী কার্যালয়ে নানা শ্রেণী পেশার মানুষদের সাথে মতবিনিময় করেন। দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে গণসংযোগকালে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মনজুর আলম সাগরিকা মোড়, কাজীর দিঘি, লোহার পোল, জগমোহন রোড, নাথপাড়া, বণিকপাড়া, শিব মন্দির এলাকা, ফইল্যাতলী, আবিদর পাড়া, শাপলা আবাসিক, চুনা ফ্যাক্টরি, জে ব্লক, বিজিবি মাঠ, এ ব্লক, ছদুর চৌধুরী রোড এলাকায় ১৫টি স্থানে পথসভায় বক্তব্য দেন।
এসব পথসভায় স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মনজুর আলম দেশ ও জাতির উজ্জ্বল ভাবর্মূতি অক্ষুন্ন রাখা এবং এলাকার উন্নয়নে ফুলকপি প্রতীকে ভোট দেয়ার অনুরোধ জানান। তিনি বলেন, মানবকল্যাণে আমার ধ্যান-জ্ঞান। অস্বচ্ছল জনগোষ্ঠীর সেবা, দুর্যোগ-দুর্বিপাকে মানুষের পাশে থাকা এবং স্বচ্ছতা জবাবদিহিতার ভিত্তির সমউন্নয়নে আমি বিশ্বাসী। আমার নির্বাচনী এলাকায় অবহেলিত ওয়ার্ডগুলোর অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য সেবার প্রসার আমার প্রত্যয়। তিনি তার ভিশন বাস্তবায়নে সকলকে ফুলকপি প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান।
গণসংযোগ কর্মসূচিতে- বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমদ, বীর মুক্তিযোদ্ধা ছিদ্দিক আহমদ, বীর মুক্তিযোদ্ধা প্রণাল চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন, নূর আহমদ, নাছির উদ্দিন বাবুল, নুর মিয়া, জাহাঙ্গীর আলম চৌধুরী, নাছির খান, আকবর আলী খান, ফজলুল করিম ইমন, সোহেল চৌধুরী, সাজ্জাদ হোসেন, ননী গোপাল, নাছির খান, নাছের বুলু, শান্তি কুমার, নিহার কান্তি দাশ, পলাশ হোসেন, সেকান্দর মিয়া, রাজু দাশ, নরেন্দ্র দাশ, পারভেজ ও মোক্তাদির সহ ফুলকপি মার্কার সমর্থক ও ভোটাররা বক্তব্য রাখেন।
বড়দিন উপলক্ষে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মনজুর আলম মাদার তেরেসা চেরিটেবল হাসপাতালে শুভেচ্ছা বিনিময়কালে বলেন, আমি মানবসেবার অংশ হিসেবে নির্বাচনে প্রার্থী হয়েছি। আপনাদের আশীর্বাদ থাকলে আমি বিজয়ী হব। আমি দুঃখী মানুষের পাশে আছি, আগামীতেও থাকব। বড়দিনের শুভেচ্ছা বিনিময়ের সময় ডা. দীপংকর, ডা. তপন কুমার দাশ, অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, সিস্টার এ্যানিনেতা, খ্রীষ্টিলাতা, আগ্নেস, অ্যাঞ্জেলিটা, মিস্টিকা সহ অন্যরা মতবিনিময় করেন। ওই হাসপাতাল থেকে ফেরার পথে স্বতন্ত্র প্রার্থী মাস্টারটেক ঝিলের পাড় বস্তিবাসীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় নুরুল ইসলাম, ফজলুর রহমান, সাগর, মোহাম্মদ আলমগীর ও মনির সহ অনেকে শাহ আমানত শাহ মাজার (র.) শরীফ জিয়ারত করেন এবং এলাকাবাসীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়াও ফুলকপি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তার প্রধান নির্বাচন কার্যালয়ে বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নানা শ্রেণী ও পেশার লোকজনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। বিজ্ঞপ্তি
Discussion about this post