চট্টগ্রাম, ০৯ জানুয়ারি, ২০২৪:
কোন প্রার্থী তার আসনে মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগের কম ভোট পেলে সেই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামে এরকম ৯৭ জন সংসদ সদস্য প্রার্থী জামানত হারিয়েছেন। চট্টগ্রামের ১৬ টি সংসদীয় আসনে মোট বৈধ প্রার্থী ছিলেন ১২৫ জন। তাদের মধ্যে ৭৯ শতাংশ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হচ্ছেবলে জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, পাঁচটি আসনে বিজয়ী প্রার্থী ছাড়া সকলে জামানত হারিয়েছেন। এগুলো হল-চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড), চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া), চট্টগ্রাম-৬ (রাউজান), চট্টগ্রাম-৭(রাঙ্গুনিয়া ও আংশিক বোয়ালখালী), ও চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী)। এখানে জামানত হারানো প্রার্থীর সংখ্যা মোট ২৭ জন।
এভাবে ১৬ আসনে ৯৫ জনের বেশি প্রার্থী জামানত হারিয়েছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন। অন্য ১১ আসনের মধ্যে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে ৭ জনের মধ্যে ৫ জন, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে ৯ জনের ৭ জন, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে ৮ জনের মধ্যে ৬ জন, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে ৮ জনের মধ্যে ৬ জন, চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-ডবলমুরিং-খুলশী) আসনে ১০ জনের মধ্যে ৮ জন , চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে ৭ জনের মধ্যে ৫ জন , চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে ৯ জনের মধ্যে ৭ জন, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে ৮ জনের মধ্যে ৬ জন, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে ৭ জনের মধ্যে ৫ জন, চট্টগ্রাম-১৬ বাঁশখালীতে মোট ৯ প্রার্থীর সাতজনের জামানত বাজেয়াপ্ত হয়।
চট্টগ্রাম ১৬ আসনে বিজয়ী প্রার্থীরা হলেন- চট্টগ্রাম -১ (মিরসরাই) আসনের নৌকা প্রতীকের মাহবুবুর রহমান রুহেল, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে নৌকা প্রতীকের খদিজাতুল আনোয়ার সনি, চট্টগ্রাম -৩ (সন্দীপ) আসনে নৌকা প্রতীকের মাহফুজুর রহমান মিতা, চট্টগ্রাম -৪ (সীতাকুণ্ড) আসনে নৌকার এস.এম আল মামুন, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে লাঙ্গল প্রতীকের আনিসুল ইসলাম মাহমুদ, চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে নৌকার ফজলে করিম চৌধুরী, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে নৌকার হাছান মাহমুদ, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী+ চান্দগাঁও) আসনে কেটলি প্রতীকের আবদুস ছালাম, চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনে নৌকার মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-ডবলমুরিং) আসনে নৌকার মহিউদ্দিন বাচ্চু, চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে নৌকার এম এ লতিফ, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে নৌকার
মোতাহেরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে নৌকার সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, চট্টগ্রাম -১৪ (দোহাজারী) আসনে নৌকার নজরুল ইসলাম, চট্টগ্রাম-১৫(সাতকানিয়া +লোহাগাড়া) আসনে নৌকার এম.এ মোতালেব, চট্টগ্রাম -১৬ (বাঁশখালী) আসনে কেটলির মুজিবুর রহমান ।