চট্টগ্রাম, ১৯ নভেম্বর, ২০২৪:
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আজ মুন্সী ফজলুর রহমান হলে গত তিন মাসে চট্টগ্রাম বন্দর কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেছে। এতে লিখিত বক্তব্যে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মুনিরুজ্জামান বলেন, গত তিন মাসে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে ৮৩০৫৮২ টিইইউএস যা গত বছরের একই সময়ের চেয়ে ৭৬৯৮৬ টিইইউএস বেশি। গত চার মাসে ১৬৪৩.৮৫ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। যা গতবছরের একই সময়ের তুলনায় ২১.৮৫ শতাংশ বেশি। এছাড়া নতুন টার্মিনাল নির্মাণ ও টার্মিনাল অপারেটিংয়ের জন্য দেশি বিদেশি অপারেটর নিয়োগ কার্যক্রম চলমান আছে।
তিনি বলেন, বন্দরে জাহাজের ওয়েটিং টাইম কমে একদিনে নেমে এসেছে। এভাবে গত তিন মাসে বন্দরের অপারেশনাল কার্যক্রম গতিশীল করা লক্ষ্যে নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ।
প্রথম বারের মত করাচি বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি পণ্যবাহী জাহাজ আসার কথাও তুলে ধরেন তিনি।
তিনি বলেন, চট্টগ্রাম বন্দরের আশি শতাংশ কাজ ডি নথিতে সম্পাদনের উদ্যোগ নেয়া হয়েছে। সিন্ডিকেট প্রথা বিলুপ্ত করায় ২৫℅ পরিবহন খরচ হ্রাস পেয়েছে। দরপত্র প্রক্রিয়া বৈষম্যহীন ও অংশগ্রহণমূলক করার জন্য বিধিবিধান সংশোধন করা হচ্ছে। বন্দরের নিরাপত্তা জোরদার করতে উন্নত প্রযুক্তির ব্যবহার ও ওয়াচম্যান নিবন্ধন করা হচ্ছে। বে টার্মিনাল নির্মাণে জমি হস্তান্তর সম্পন্ন হয়েছে। সরকার চট্টগ্রাম বন্দরের ইয়ার্ড ও টার্মিনাল যন্ত্রপাতি আমদানির উপর শুল্ক মওকুপ করেছে। নাব্যতা ফেরাতে কর্ণফুলী নদীর ড্রেজিং প্রকল্প আগামী জুন মাসে সম্পন্ন হবে। হাইড্রোগ্রাফিক সার্ভের জন্য দুটি আধুনিক প্রযুক্তির জাহাজ ক্রয় করা হবে বলে জানান বন্দর চেয়ারম্যান । তিনি আরো বলেন, বন্দর ট্রাক টার্মিনাল নির্মাণ, ওয়ান স্টপ সার্ভিস সেন্টার চালু করা হবে। বন্দরে ন্যায্য মজুরি প্রদান করায় কোনো শ্রমিক অসন্তোষও নেই।
মাতারবাড়ি সমুদ্রবন্দরকে রিজিওনাল ট্রান্সশিপমেন্ট হাব হিসাবে গড়ে তুলতে পরিকল্পনামাফিক কাজ চলমান রয়েছে বলে তিনি জানান।
প্রধান উপদেষ্টার দিক নির্দেশনা ও নৌপরিবহন উপদেষ্টার নেতৃত্বে চবক বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম এসডিজি অর্জনের লক্ষ্যে পরিচালিত হচ্ছে বলে জানান চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মুনিরুজ্জামান।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান, চট্টগ্রাম বন্দর সদস্য কমোডর এম ফজলার রহমান, অতিরিক্ত সচিব মোহাম্মদ শহীদুল আলম, কমোডর কাউসার রশিদ।
Discussion about this post