চট্টগ্রাম, ২৮ নভেম্বর, ২০২১:
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের দক্ষিণ আফ্রিকায় শনাক্ত নতুন ধরন ওমিক্রন নিয়ে বিশ্বজুড়ে আতঙ্ক দেখা দিয়েছে। এটিকে করোনার ‘সুপার ভ্যারিয়েন্ট’ হিসাবে দেখা হচ্ছে।
বাংলাদেশ ওমিক্রনের সংক্রমণ প্রতিরোধে রোববার (২৮ নভেম্বর) কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ৪৮তম সভায় চারটি সুপারিশ করা হয়েছে।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, ইসরাইল,ভারত, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশ ওমিক্রনের সংক্রমণ প্রতিরোধে নতুন বিধিনিষেধ জারি করেছে। শুক্রবার ও শনিবার তারা নতুন ব্যবস্থা ঘোষণা করে।
যুক্তরাজ্য জানিয়েছে- ইউকে, আইরিশ, যুক্তরাজ্যের বাসিন্দা না হলে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়ে, বতসোয়ানা, অ্যাঙ্গোলা, মোজাম্বিক, মালাউই, জাম্বিয়া, লেসোথো এবং সোয়াজিল্যান্ড থেকে কোনো ভ্রমণকারী যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবে না।
আমেরিকা জানিয়েছে, দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়ে, বতসোয়ানা, মোজাম্বিক, মালাউই, জাম্বিয়া, লেসোথো এবং সোয়াজিল্যান্ড থেকে বিদেশীদের আমেরিকায় ভ্রমণ করতে দেয়া হবে না।
অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়ে, বতসোয়ানা, অ্যাঙ্গোলা, মোজাম্বিক, মালাউই, জাম্বিয়া, লেসোথো এবং সোয়াজিল্যান্ড থেকে ১৪ দিনের জন্য ফ্লাইট স্থগিত ঘোষণা করেছে। অস্ট্রেলীয় না হলে ভ্রমণকারীরা দুই সপ্তাহের মধ্যে অস্ট্রেলিয়া প্রবেশ করতে পারবে না।
জাপান দক্ষিণ আফ্রিকা থেকে আগত যাত্রীদের কোভিড ১৯ সংশ্লিষ্ট চারটি পরীক্ষা ও ১০ দিনের কোয়ারেন্টিনের ব্যবস্থার কথা জানান।
গত ১৪ দিনে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়ে, বতসোয়ানা, মোজাম্বিক, লেসোথো এবং সোয়াজিল্যান্ড ভ্রমণ করেছে তারা কানাডায় প্রবেশ করতে পারবে না।
ভারতও দক্ষিণ আফ্রিকা,বতসোয়ানা ও হংকং থেকে আগতদের কঠোর স্ক্রিনিং ও স্বাস্থ্য পরীক্ষার আদেশ দিয়েছে।
রবিবার মধ্যরাত থেকে বিদেশিদের ইসরাইলে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে তাদের সরকার।
সংবাদ মাধ্যম জানিয়েছে, ওমিক্রনে যুক্তরাজ্যে দুই জন, জার্মানিতে দুই জন, বেলজিয়াম ও ইতালিতে একজন করে আক্রান্ত হয়েছেন।
ওমিক্রন ভ্যারিয়েন্টর বিপুল সংখ্যক মিউটেশন ক্ষমতা রয়েছে। যে কারণে আতঙ্ক দেখা দিয়েছে।
গত শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট উদ্বেগজনক।
তবে দক্ষিণ আফ্রিকায় এই ভ্রমণ নিষেধাজ্ঞার ব্যাপারে কঠোর সমালোচনা করেছেন সেদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
Discussion about this post