চট্টগ্রাম, ১৯ ডিসেম্বর, ২০২১:
বিটিভি-চট্টগ্রাম কেন্দ্রের রজতজয়ন্তীতে আনুষ্ঠানিকভাবে ২৪ ঘণ্টা স্যাটেলাইট ও টেরিস্ট্রিয়াল সম্প্রচার শুরু হয়েছে আজ ১৯ ডিসেম্বর থেকে।
অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও বক্তব্যের মাধ্যমে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের ২৪ ঘন্টা সম্প্রচার কার্যক্রম উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেনের সভাপতিত্বে এতে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বিশেষ অতিথি হিসেবে এবং বিটিভি মহাপরিচালক সোহরাব হোসেন, চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী বক্তব্য রাখেন। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি-জামাত নেতিবাচক রাজনীতি না করলে পঞ্চাশ বছরে দেশ আরো এগিয়ে যেতো।
তিনি বলেন, বাংলাদেশ পঞ্চাশ বছরে আরো অনেক বেশি এগিয়ে যেতে পারত, যদি মির্জা ফখরুল সাহেবের দল বিএনপি ও জামাত দেশে নেতিবাচক রাজনীতি না করতো, স্বাধীনতা বিরোধী অপশক্তিকে নিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র না করত।
সকাল ১১টায় শিল্পী এবং কলাকুশলীসহ নগরীর গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক সোহরাব হোসেনসহ কেন্দ্রের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী র্যালিতে অংশ নেন।
২৫ বছর আগে ১৯৯৬ সালের ১৯ ডিসেম্বর মাত্র দেড় ঘণ্টার সম্প্রচার সময় নিয়ে যাত্রা শুরু করেছিল এই কেন্দ্র। রজতজয়ন্তীতে এসে একই তারিখ বেছে নেয়া হয় ২৪ ঘণ্টার পূর্ণাঙ্গ সম্প্রচার শুরুর জন্য।
যাত্রা শুরুর ২০ বছর পর ২০১৬ সালের ৩১ ডিসেম্বর সম্প্রচার সময়সীমা বাড়িয়ে ছয় ঘণ্টায় উন্নীত করা হয়।
পঁচিশ বছর আগে মাত্র দেড় ঘণ্টা সম্প্রচার থেকে ক্রমান্বয়ে বেড়ে ২৪ ঘণ্টায় উন্নীত হলেও বিটিভির চট্টগ্রাম কেন্দ্র।
২০১৯ সালের ১৩ এপ্রিল শুরু হয় নয় ঘণ্টার সম্প্রচার। পরের বছর অর্থাৎ ২০২০ সালের ২৬ জানুয়ারি সম্প্রচার সময় বাড়িয়ে ১২ ঘণ্টা করা হয়। আর চলতি বছরের ১৮ জানুয়ারিতে তা উন্নীত করা হয় ১৮ ঘণ্টায়।
বিটিভির চট্টগ্রাম কেন্দ্রকে অনেক প্রতিকূলতা ও সঙ্কট অতিক্রম করে আজকের এই পর্যায়ে আসতে হয়েছে বলে জানালেন সাংস্কৃতিক কর্মী ও সংগঠকরা।
চট্টগ্রামের মাটি ও মানুষের কথা এবং এতদঞ্চলের শিল্প ও সংস্কৃতিকে তুলে ধরার লক্ষ্যেই কেন্দ্রটি প্রতিষ্ঠা করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাহ আমানত সেতু উদ্বোধন করতে এসে এটিকে পূর্ণাঙ্গ টিভি কেন্দ্রে রূপ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ২৪ ঘণ্টা সম্প্রচারের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সরকার চট্টগ্রামের গণমাধ্যমকর্মী, শিল্পী ও সংস্কৃতিসেবীসহ সাধারণ দর্শকদের দীর্ঘদিনের দাবি পূরণ করেছেন।
Discussion about this post