চট্টগ্রাম ১২ মে, ২০২৫:
প্রধান উপদেষ্টা হিসাবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পর আগামী ১৪ মে চট্টগ্রাম আসবেন প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
ওইদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ ম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্মানসূচক ডি.লিট ডিগ্রি প্রদান করা হবে। বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন ও শান্তি প্রতিষ্ঠার অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে এ ডিগ্রি প্রদান করা হবে।
এছাড়া তিনি সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য প্রদান করবেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার আজ দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান।
তিনি বলেন,
আগামী ১৪ মে অনুষ্ঠিতব্য সমাবর্তনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ে চলছে বিশেষ প্রস্তুতি।
সমাবর্তন অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৩০০০ জন গ্র্যাজুয়েটসহ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত থাকবেন।
সমাবর্তনে আরো অতিথি থাকবেন শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক, বিদ্যুৎ ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূর জাহান বেগম, প্রফেসর ড. এস. এম. এ. ফায়েজ, সম্মানিত চেয়ারম্যান, ইউজিসি।
ওইদিন প্রধান উপদেষ্টা ড. ইউনূস কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
এ বিষয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের মহা ব্যবস্থাপক (জিএম) প্রকৌশলী মো. সবুক্তগীণ সংবাদ মাধ্যমকে বলেন, মাননীয় প্রধান উপদেষ্টা চট্টগ্রাম সার্কিট হাউস থেকে কর্ণফুলী নদীর উপর কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। আমাদের পক্ষ থেকে এই ব্যাপারে সর্বাত্মক প্রস্তুতি নেয়া হয়েছে।
চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ওইদিন সকালে চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে এনসিটি–৫ প্রাঙ্গণে একটি সভায় যোগ দেবেন। সেখানে বন্দর ও জাহাজ চলাচল খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা, বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও বাণিজ্য সংস্থার নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।
সেখান থেকে আসবেন সার্কিট হাউজে।
এরপর কালুরঘাট সেতুর ভিত্তি স্থাপনের পর তিনি। পরে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতালের দলিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করবেন। দুপুর একটায় যাবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে।
এছাড়া সর্বশেষ নিজ গ্রাম হাটহাজারীর শিকারপুর ইউনিয়নের বাথুয়া যাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। প্রায় দেড় যুগ পর নিজ গ্রামে যাচ্ছেন। তাঁকে বরণ করে নিতে চলছে জোর প্রস্তুতি। বাথুয়া গিয়ে কবরস্থানে শায়িত তার দাদা-দাদির কবর জেয়ারত করবেন এবং কুশল বিনিময় করবেন প্রতিবেশী ও এলাকাবাসীর সাথে ।
Discussion about this post