চট্টগ্রাম, ২৬ মার্চ, ২০২২:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ উদযাপন উপলক্ষে ২৬শে মার্চ, শনিবার নগরীর হালিশহরের মমতা অডিটোরিয়ামে আলোচনা সভা, মুক্তিযোদ্ধা সম্মাননা, সূচলা-শিক্ষাবৃত্তি প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মমতার কার্যকরী পরিষদের সভাপতি মো. জাহাঙ্গীর আলম জোসেফের সভাপতিত্বে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চসিক কাউন্সিলর নাজমুল হক ডিউক। স্বাধীনতা দিবস উপলক্ষে বীরমুক্তিযোদ্ধা, চট্টগ্রাম মহানগরের মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খানকে সম্মাননা প্রদান করা হয়।
বক্তব্য রাখেন মমতার প্রধান নির্বাহী রফিক আহামদ, উপ-প্রধান নির্বাহী মো. ফারুক, সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার, সিনিয়র পরিচালক স্বপ্না তালুকদার, প্রশাসক,স্বাস্থ্য- এম এম এরশাদ।
উপস্থিত ছিলেন, সুব্রত বড়ুয়া, ইকবাল আল মাহামুদ, প্রিয়তোষ দাশ, নাহিদ ফারহানা প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মহান স্বাধীনতার অমৃত স্বাদ গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন বাংলার মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর অবদানের ফলেই আজ আমরা পৃথিবীর বুকে স্বাধীনতা ও একটি স্বতন্ত্র বীরের জাতি হিসেবে সম্মান পাচ্ছি। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করতে পারলেই কেবল আমাদের জাতীয় জীবনে সফলতা আসবে।
প্রধান অতিথির বক্তব্যে, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর বলেন, বঙ্গবন্ধুর বলিষ্ট নেতৃত্বে এদেশ একটি স্বাধীন দেশের মর্যাদা পেয়েছে। মমতার কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, মমতা সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে অত্র অঞ্চলে অত্যন্ত সুনামের সাথে কাজ করে যাচ্ছে, যার ফলে বার বার জাতীয় পর্যায়ে পুরস্কৃত হচ্ছে। একটি দৃষ্টান্তকারী ও সেবাদান কারী প্রতিষ্ঠান হিসেবে মমতার সুনাম সবদিকে ছড়িয়ে যাচ্ছে। পাশপাশি মহান স্বাধীনতা দিবসে আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করেছেন সেটি নিঃসন্দেহে দেশপ্রেমের পরচায়ক। বিজ্ঞপ্তি