চট্টগ্রাম,২ এপ্রিল, ২০২২:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেছেন, স্বাধীনতার মূল আকাক্সক্ষায় ছিল সাধারণ মানুষের সর্বাঙ্গীণ কল্যাণ সাধন। যেটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন লালন করে গেছেন এবং তারই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তা বাস্তবায়নের লক্ষ্যে দুঃখী মানুষের মুখে হাসি ফুটানোর জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারই অংশ হিসেবে শেখ হাসিনার পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ সামান্য প্রয়াস মাত্র। আগামীতে এ প্রয়াসকে আরও বেগবান করার কথা ব্যক্ত করেন ব্যারিস্টার বিপ্লব বড়–য়া।
তিনি আজ (শনিবার) বিকালে লোহাগাড়া উপজেলার আমিরাবাদের উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ উপজেলার ৯ ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অসহায় ও গরীবদের মাঝে পবিত্র রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে মুঠো ফোনে এসব কথা বলেন।
এ সময় লোহাগাড়া উপজেলা আ.লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে সালাহ উদ্দিন হিরু, নিবাস দাশ সাগর, মুজিবুর রহমান, মো. মিয়া ফারুক, শহিদুল কবীর সেলিম, রিদওয়ানুল হক সুজন, চেয়ারম্যান মো ইউনুচ, সিরাজুল ইসলাম, দিদারুল আলম বাবুল, কামাল উদ্দিন, জয়নাল আবেদীন, আব্দুল্লাহ আল সাদ্দাম, এরশাদুর রহমান রিয়াদ, সাজ্জাদ হোসেন অভি, কামাল উদ্দিন, ইঞ্জিনিয়ার তৌহিদ, রিদওয়ানুল হক রুবেল, হুমায়ূন রশীদ, সাজ্জাদ হোসেন ও মাঈন উদ্দিন হাসান উপস্থিত ছিলেন।
এর আগে গত শুক্রবার বড়হাতিয়া ইউনিয়নে ৬০০ প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়। প্রতিটি প্যাকেট ইফতার সামগ্রীর মধ্যে ছিল- চাল, তেল, মসুর ডাল, চনাবুট, চিনি ও চিড়া। লোহাগাড়া ৯টি ইউনিয়নে ৩ হাজার লোকের মাঝে এ খাদ্য সামগ্রীগুলো বিতরণ হয়। বিজ্ঞপ্তি
Discussion about this post