চট্টগ্রাম, ২৮ মে, ২০২২:
রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদ ওমান-এর প্রতিনিধি সম্মেলন গত ২৬ মে, বৃহস্পতিবার আল কাবুরার আন নাজ্জেল আল খাদরা হলে সংগঠনের চেয়ারম্যান মাওলানা আবু সেকান্দর নঈমীর সভাপতিত্বে মহাসচিব মুহাম্মদ এমরান হোসাইন পেয়ারুর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন চট্টগ্রাম সমিতি- ওমানের সভাপতি, ওয়ার্ল্ড সিআইপি এন,আর,বি এসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি ব্যবসায়ী মুহাম্মদ ইয়াছিন চৌধুরী সিআইপি।
বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম সমিতি ওমানের সহ-সভাপতি, ওয়ার্ল্ড (সিআইপি) এন.আর.বি এসোসিয়েশনের অর্থ সচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফুর রহমান (সিআইপি), চট্টগ্রাম সমিতি ওমানের সহ-সমাজ কল্যাণ সম্পাদক, মুহাম্মদ সেকান্দর হোসাইন।
আঞ্জুমানে খোদ্দামুল মুসলেমীন ওমান কেন্দ্রীয় সাবেক প্রধান উপদেষ্টা মাওলানা আকতার হোসাইন, আঞ্জুমানে খোদ্দামুল মুসলেমীন ওমান কেন্দ্রীয় পরিষদের আহবায়ক নুরুন্নবী ভান্ডারী, আঞ্জুমানে খোদ্দামুল মুসলেমীন ওমান কেন্দ্রীয় সাবেক জেনারেল সেক্রেটারি মুহাম্মদ আলমগীর তালুকদার, চট্টগ্রাম সমিতি ওমানের সদস্য মুহাম্মদ ইসমাইল, গাউসিয়া কমিটি আল খাদেরা শাখার সভাপতি মনছুর আহমদ, ইউসুফ মাতব্বর, মনির আহমদ, সাবের আহমদ, লোকমান আলম তালুকদার। উদ্বোধনী বক্তব্য রাখেন স্টান্ডিং কমিটির প্রধান উপদেষ্টা মফিজুল হক। দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য, বেতাগী দরবারে আস্তানা শরীফের সাজ্জাদানশীন পীরজাদা গোলামুর রহমান আশরফ শাহ্, রাঙ্গুনিয়া উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা আলী শাহ্ নেছারী। উপস্থিত ছিলেন খলিলুর রহমান, আবদুস সালাম সওদাগর, মুহাম্মদ নাছের হোসাইন, ইকবাল তালুকদার, নাছের সওদাগর, হোসাইন সওদাগর, ইমাম রশীদ, আবদুল করিম, লোকমান জিহাদী, ইউনুছ, রায়হানুল আযম, গোলাম মোস্তফা, হাফেজ মহিউদ্দিন, মোহাম্মদ আলী, আবু ছৈয়দ, আবু বক্কর, আজীম উদ্দীন, সাহাব উদ্দিন, ওসমান সিকদার, শাহীন, ইরফান আলী, মামুন, হায়দার আলী, জাহেদুল ইসলাম, শাহ আলম, আরিফ, তারেক, সাইফুল ইসলাম, সিহাব উদ্দিন, মানিক, ফারক, রাশেদ, আবদুল মান্নান, আমিনুল ইসলাম, মোনাফ, করিম, রাশেদ, শওকত আকবর মুন্না প্রমুখ।
পরে স্টান্ডিং কমিটির প্রধান মফিজুল হক রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদ ওমান খলিলুর রহমানকে চেয়ারম্যান, এমরান হোসাইনকে মহাসচিব করে ৫১ সদস্য বিশিষ্ট (২০২২-২৫) সালের জন্য প্যানেল ঘোষণা করেন। বিজ্ঞপ্তি
Discussion about this post