চট্টগ্রাম, ১৩ জুলাই, ২০২২:
শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাকসে গতকাল বুধবার দিবাগত শেষ রাতে শ্রীলঙ্কা থেকে পালিয়ে মালদ্বীপে চলে গেছেন। দেশটির জনগণের বিক্ষোভের মুখে আজ বুধবার তার পদত্যাগ করার কথা ছিল।
আজ সকালে তিনি পালিয়ে মালদ্বীপের রাজধানী মালের ভেলানা বিমানবন্দরে পৌঁছলে সেখানে মালদ্বীপ সরকারের প্রতিনিধিরা তাকে স্বাগত জানান।
রাষ্ট্রপতি রাজাপাকসে, তার স্ত্রী এবং দুই দেহরক্ষী গতকাল রাতে কলম্বো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি সামরিক বিমানে উঠেছিলেন। খবরে বলা হয়, তার ছোট ভাই ও সাবেক অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসেও দেশ ছেড়েছেন।
দ্বীপরাষ্ট্রটির প্রতিরক্ষা কর্মকর্তারা এনডিটিভিকে বলেছেন যে মিঃ রাজাপাকসে গত রাতে তাদের একটি বিমানের জন্য অনুরোধ করেছিলেন এবং তারা তাকে একটি বিমানে তুলে দিয়ে সহায়তা করেন। যেহেতু তিনি রাষ্ট্রপতি হিসাবে প্রতিরক্ষা বাহিনীর সর্বোচ্চ কমান্ডার সে হিসাবে সেনাবাহিনী তাকে বিমান দিয়ে সহায়তা করে।
প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের কার্যালয়ও রাষ্ট্রপতি দেশ ছেড়েছেন বলে নিশ্চিত করেছে।
মালে বিমানবন্দরের একজন কর্মকর্তা জানিয়েছেন, মালদ্বীপে পৌঁছানোর পর, রাষ্ট্রপতি রাজাপাকসে, তার স্ত্রী এবং দেহরক্ষীদের পুলিশ এসকর্টের অধীনে একটি অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয় ।
তবে খবরে দাবি করা হয় ভারত সরকার রাষ্ট্রপতি রাজাপাকসে এবং তার ভাই বাসিলকে মালদ্বীপে পালিয়ে যেতে সহায়তা করেছে। কিন্তু শ্রীলঙ্কায় ভারতীয় হাইকমিশন আজ সেই খবর প্রত্যাখ্যান করেছে। এই খবর ভিত্তিহীন ও অনুমান নির্ভর বলে দাবি করে ভারতীয় হাই কমিশন। তারা বলেছে, ভারত শ্রী লঙ্কার জনগণকে সমর্থন করে যাবে।
এর আগে গোটাবায়া শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর ও রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করার কথা ছিল।
অন্যদিকে শ্রীলঙ্কার রাজনৈতিক দলগুলো একটি সর্বদলীয় সরকার গঠনের প্রচেষ্টা জোরদার করেছে এবং ২০ জুলাই নতুন রাষ্ট্রপতি নির্বাচন করার কথা ছিল।
গতকাল মঙ্গলবার গোটাবায়া রাজাপাকসে এবং বাসিল উভয়কেই মঙ্গলবার ভোরে কলম্বো বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছিল।
শ্রীলঙ্কা গত কয়েক মাস ধরে ব্যাপক অর্থনৈতিক সঙ্কটের মুখে রয়েছে এবং এই সপ্তাহান্তে বিক্ষোভ চরমে পৌঁছেছে যখন বিক্ষোভকারীরা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের সরকারি বাসভবনে ঢুকে পড়ে।
এমনকি অতি জরুরি আমদানির জন্যও শ্রীলঙ্কার বৈদেশিক মুদ্রা শেষ হয়ে গেছে, যার ফলে ২ কোটির বেশি মানুষের দেশটি জ্বালানি সহ নানা সঙ্কটের মুখোমুখি হয়।
এদিকে প্রধানমন্ত্রী বিক্রমাসিংহে ঘোষণা করেছেন, সর্বদলীয় সরকার ক্ষমতা গ্রহণের জন্য প্রস্তুত হলে তিনি পদত্যাগ করবেন। খবর এনডিটিভির
Discussion about this post