চট্টগ্রাম, ১৭ জুলাই, ২০২২:
গত কয়েক সপ্তাহে আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেল ও পাম তেলের দরপতন হলেও দেশের বাজারে তার কোনো প্রভাব পড়েনি। এতে দেশের ভোক্তাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ -ক্যাব জানিয়েছে ভোজ্য তেলের দাম আন্তর্জাতিক বাজারে কমে গেছে অনেক আগে। কিন্তু দেশের বাজারে এর কোনো প্রভাব নেই।
নাম প্রকাশে অনিচ্ছুক খাতুনগঞ্জের এক মশলা ব্যবসায়ী বলেন, বিশেষ করে পাম তেলের দাম অর্ধেকে নেমে গেছে। সয়াবিন তেলের দামও কমে গেছে। কিন্তু কোরবানি উপলক্ষে অতিরিক্ত মুনাফা তোলার জন্য এটা অনেকটা গোপন করা হয়েছে। কোরবানিতে ব্যবসায়ীদের মুনাফা তোলার সুযোগ করে দিয়েছে কর্তৃপক্ষ। কিন্তু কোরবান চলে গেলেও ভোজ্য তেলের দাম কমানোর কোনো উদ্যোগ নিচ্ছে না কর্তৃপক্ষ।
সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, দেড় দুই মাসের ব্যবধানে সয়াবিন তেলের দাম কমেছে ৩২ শতাংশ। পাম তেলের দাম কমেছে ৪৮ শতাংশ।
মোহাম্মদ হানিফ নামে এক ক্রেতা বলেন, ৪/৫ টাকা করে তেলের দাম কমেছে। সেটার সাথে ৩২℅ ও ৪৮℅ দাম কমার তুলনা হয়না।
এদিকে দেশের ভোক্তাদের জন্য ভোজ্যতেলের দাম দ্রুত সমন্বয়ের দাবি জানিয়েছে ক্যাব। বিবৃতিতে ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন বলেন, দেশে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন দাম বাড়াতে যতটুকু আগ্রহী, বিশ্ববাজারে দাম কমলে দেশে কমাতে তেমন আগ্রহী না হবার কারণে ভোজ্যতেলের বাজারে এখনকার নৈরাজ্যকর পরিস্থিতি। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির সাথে সাথে দেশিয় বাজারে ভোজ্যতেলের দাম বাড়িয়ে দেন আমদানিকারকরা। কিন্তু আন্তর্জাতিক বাজারে দাম কমলে দীর্ঘদিনেও দেশিয় বাজারে পণ্যটির দাম সমন্বয় হয় না। আবার আর্ন্তজাতিক বাজারে দাম বাড়ার সঙ্গে সঙ্গে দেশিয় বাজারে দাম বাড়ে, কিন্তু দাম কমলে ব্যবসায়ীরা উল্টোসুর দেন। বেশি দামে কেনা বা বুকিং রেট বেশিসহ নানা অজুহাত দেখান। আর্ন্তজাতিক বাজারে ক্রমাগতভাবে দাম কমার পরও দেশে ভোজ্যতেলের দাম সমন্বয়ের বিষয়ে বাণিজ্যমন্ত্রী একাধিক বার আশ্বাস দিলেও সে আশ্বাসের বাস্তবায়ন হয়নি।
বিবৃতিতে তিনি আরও বলেন, যখন বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম বাড়তি ছিলো, তখন পণ্যটি আমদানিতে সরকারের পক্ষ থেকে ভ্যাট ছাড়, এলসি কমিশন ও এলসি মার্জিন প্রত্যাহারসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। আর ওই সুবিধা নিয়ে আমদানিকারকরা তেল দেশের বাজারে আনলে দাম কমার কথা ছিল। কিন্তু প্রকৃতপক্ষে তার বিপরীত ঘটেছে এবং ভোক্তারা তার কোন সুফল পায়নি।
Discussion about this post