#সওগাত আলী সাগর
টিকটক নিয়ে ঢাকার পত্রিকায় দুটি খবর বেরিযেছে। একটি খবরে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক ব্যবহারকারীদের ওপর নজরদারি বাড়ানোর পরামর্শ দিয়েছে। অপর খবরটি বিদেশি- যুক্তরাজ্যের। ব্রিটিশ সরকারের সম্প্রচার ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা অফকমের নতুন গবেষণার উদ্ধৃতি দিয়ে এই খবরে বলা হচ্ছে- প্রথাগত সংবাদমাধ্যম থেকে দূরে সরে যাচ্ছে কিশোর-কিশোরীরা। তাদের কাছে খবরের উৎস হয়ে উঠছে সোশ্যাল মিডিয়া। বিশেষ করে টিকটক ও ইনস্টাগ্রাম।
টিকটক এই সময়ের জনপ্রিয় একটি সামাজিক মাধ্যম। বাংলাদেশে স্বরাষ্ট্রমন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্যরা যে এই মাধ্যম সম্পর্কে ইতিবাচক মনোভাব পোষন করেন না – তা তাদের সুপারিশ থেকে আঁচ করা যায়।
সত্যি বলতে কি টিকটক সম্পর্কে বাংলাদেশের খোদ মিডিয়াসহ শিক্ষিত মানুষদের মনোভাবই নেতিবাচক। এটি টিকটক সম্পর্কে তাদের ধারনাগত সীমাবদ্ধতার কারণে- সেটি বলার অপেক্ষা রাখে না। কিন্তু উন্নত বিশ্বে এই টিকটক প্রাতিষ্ঠানিক মিডিয়ার জন্য চ্যালেন্জিং হয়ে দাড়াচ্ছে।
বাংলাদেশের টিকটক সম্পর্কে এই যে নেতিবাচক মনোভাব,একটি মিডিয়াকে ভালো কাজে ব্যবহার করতে না পারা- এর দায় আসলে কার!সূত্র:https://www.facebook.com/740386082/posts/pfbid033b9TS9owYfnVHo2qZhWRb9P1RuxEgneN24aG93jtR37PDqeB3Hm8S8KMudqercMLl/?app=fbl
লেখক পরিচিতি: সওগাত আলী সাগর কানাডা প্রবাসী সাংবাদিক এবং প্রধান সম্পাদক, নতুনদেশ।
Discussion about this post