চট্টগ্রাম, ১১ আগস্ট, ২০২২:
‘আপনারা যত ইচ্ছা ভালোভাবে ব্যবসা করেন। আইন মেনে চলেন। ব্যবস্যা করতে কোনো সমস্যা নেই। ইনোভেটিব হয়ে ব্যবসা করেন। তাহলে লাভবান হতে পারবেন।’
বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেইঞ্জ কমিশনের চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবায়েত- উল- ইসলাম আজ চট্টগ্রাম স্টক একচেইঞ্জে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আজ বিকালে সিএসই এর সম্মেলন কক্ষে চট্টগ্রাম স্টক এক্সচেইঞ্জের সিএসসি এর টপ পারফর্মিং টিআরইসি (ট্রেক) হোল্ডারদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি আরও বলেন, ঢাকা আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের টার্নওভারে এত পার্থক্য কেন? এটা আমি প্রায় কমপেয়ার করার চেষ্টা করেছি। এখানে ব্যবসাবাণিজ্য বাড়াতে হবে। টার্নওভার বাড়াতে হবে। ব্যবসা করে যদি লাভ না হয়, ব্যবসা করবে কেন? ব্যবসায় লাভ হতে হবে। লাভ হলেই ব্যবসা। আর এতে কর্ম র্সস্থান বাড়বে। দেশের ১৭ কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হচ্ছে এ মুহূর্তে গুরুত্বপূর্ণ বিষয়।
অনুষ্ঠানে টপ টেন স্টক ডিলার হিসাবে গ্যালাক্সি ক্যাপিটাল, লঙ্কাবাংলা সিকিউরিটিজ, প্রুডেন্সিয়াল ক্যাপিটাল, সোহেল সিকিউরিটিজ, ইসলামী ব্যাংক সিকিউরিটিজ, ইস্টার্ন শেয়ার এনড সিকিউরিটিজ, ইবিএল সিকিউরিটিজ, এনবিএল সিকিউরিটিজ, আরএকে সিকিউরিটিজ, ফার ইস্ট শেয়ার এন্ড সিকিউরিটিজকে এবং টপ টেন স্টক ব্রোকার হিসাবে লঙ্কাবাংলা সিকিউরিটিজ, বি রিচ লিমিটেড, কবির সি্িুরিটিজ, মাল্টি সিকিউরিটিজ, মিনহার সিকিউরিটিজ, ইস্টার্ন শেয়ার, আইসিবি সিকিউরিটিজ, আইল্যান্ড সিকিউরিটিজ, ইবিএল সিকিউরিটিজ ও মোনা ফিনান্সিয়াল কনসালটেন্সিকে পুরস্কার প্রদান করা হয়।
এতে সভাপতিত্ব করেন সিএসই এর চেয়ারম্যান আসিফ ইব্রাহিম। আরো বক্তব্য রাখেন- সিএসই এর এমডি গোলাম ফারুক, সিএসই পরিচালক এমদাদুল ইসলাম সহ সিএসই এর কর্মকর্তাবৃন্দ।
Discussion about this post