চট্টগ্রাম, ২৩ অক্টোবর, ২০২২:
ইউনাইটেড আরব আমিরাত বাংলাদেশের চট্টগ্রাম বন্দর ও বে টার্মিনাল পরিচালনায় আগ্রহ প্রকাশ করেছে। একই সাথে তারা সমন্বিত আনুষঙ্গিক সহযোগিতার দিতেও (লজিস্টিকস সাপোর্ট) আগ্রহ প্রকাশ করে। আরব আমিরাতের (ইউএই) ডিপি ওয়ার্ল্ড (দুবাই পোর্ট) কর্তৃপক্ষ এই দায়িত্ব পরিচালনা করবে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার সচিবালয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের সাব-কন্টিনেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা রিজওয়ান সুমারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করতে এসে এ আগ্রহের কথা জানান।
সংযুক্ত আরব আমিরাত ইনল্যান্ড কন্টেইনার ডিপো (আইসিডি) ও মেরিটাইম সেক্টরেও বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। বৈঠকে বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দ্বিপাক্ষিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল, ডিপি ওয়ার্ল্ড কর্তৃপক্ষের সাব-কন্টিনেন্টের পরিচালক (বাণিজ্যিক ও বিজনেস ডেভেলপমেন্ট) কেভিন ডি’সুজা, ডিপি ওয়ার্ল্ডের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর শামীমুল হক এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। ছবি : সংগৃহীত
Discussion about this post