চট্টগ্রাম, ৩১ আগস্ট, ২০২২:
বাঁশখালীর দুর্গম পাহাড়ি এলাকায় আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাব। সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি ও ১০টি অস্ত্রসহ অন্ত্র তৈরির কারিগর জাকির হোসেন নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম। গত ৩০ আগস্ট, মঙ্গলবার বিকালে র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানি বাঁশখালীর জঙ্গল চাম্বলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র সহ জঙ্গল চাম্বলের মৌলভী নুরুল হুদার পুত্র জাকেরুল্লাকে (৫০) গ্রেপ্তার করে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে, দেশি তৈরি ৮ টি ওয়ান শুটারগান, ২ টি টু-টু পিস্তুল এবং অস্ত্র তৈরি বিভিন্ন সরঞ্জাম।
র্যাব-৭, চট্টগ্রাম এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার নতুনপাড়া এলাকায় জনৈক আব্দুর রহমানের টিনের দোচালা ঘরের ভিতর কতিপয় ব্যক্তি অবৈধভাবে মাদকদ্রব্য ও দেশি অস্ত্র তৈরি করে ক্রয়বিক্রয় করছে। এই তথ্যের ভিত্তিতে র্যাব খবর নিয়ে জানতে পারে বাঁশখালীর জংগল চাম্বল এলাকার পাহাড়ে কতিপয় ব্যক্তি দীর্ঘদিন ধরে অস্ত্রের কারখানা স্থাপন করে অস্ত্র তৈরি করে স্থানীয় জলদস্যু, মাদক ব্যবসায়ী এবং ডাকাত দলের সদস্যদের নিকট বিক্রয় করে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৭ এর ১টি অভিযানিক দল দীর্ঘদিন ধরে গোয়েন্দা তৎপরতা চালাতে থাকে। এক পর্যায়ে র্যাব-৭, চট্টগ্রাম এর এশটি আভিযানিক দলের গোয়েন্দা তৎপরতায় ও পাহাড়ি এলাকার ভিতর দিয়ে বিশেষ কৌশলে প্রবেশ করে কারখানার অবস্থান নিশ্চিত করে। এরপর র্যাব-৭ এর অধিনায়কের নেতৃত্বে অভিযান পরিচালনা করে এবং একটি টিনের বাড়ি থেকে অস্ত্র তৈরির সরঞ্জামসহ ১০টি প্রস্তুতকৃত অস্ত্রসহ একজন মূল কারিগরকে আটক করে।
অস্ত্রের কারিগর জাকির প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে অস্ত্র তৈরির কাজে জড়িত বলে র্যাবের কাছে স্বীকার করে। তবে স্থানীয় সূত্রমতে ও গোয়েন্দা তথ্য অনুযায়ী আটককৃত জাকির ৭-৮ বছর ধরে এই পেশার সাথে জড়িত। সে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সকলের দৃষ্টি এড়াতে মাঝে মাঝে লোক দেখানো কৃষি কাজ করতো।
১টি অস্ত্র তৈরির জন্য তারা অস্ত্রের ক্যাটাগরিভেদে ১০-৩০ হাজার টাকা পর্যন্ত মূল্য ধরে। ছোট ওয়ানশুটার গান জাতীয় অস্ত্র প্রস্তুত করতে ৫-৬ দিন সময় নিয়ে থাকে।
জাকিরের বরাত দিয়ে র্যাব জানায়, জাকির সহ ২জন কারিগর মিলে অস্ত্র তৈরিকরত। অস্ত্রের প্রকারভেদে তাদের ন্যূনতম ৫-১৫ দিন সময় লাগতো একটি অস্ত্র প্রস্তুত করতে। অস্ত্র তৈরির কাচামাল তারা স্থানীয় বিভিন্ন ওয়ার্কশপ থেকে সংগ্রহ করে এই ভাড়া করা বাড়িটিতে নিয়ে এসে কাজ করতো। প্রধান কাচামাল হিসেবে বিভিন্ন সাইজের পাইপ ও লোহার টুকরা তারা ক্রয় করতো। পরবর্তীতে, তাদের দক্ষতার মাধ্যমে অস্ত্রের সকল যন্ত্রাংশ এই কারখানাতেই প্রস্তুত করতে সক্ষম ছিল। একটি অস্ত্রের বিভিন্ন যন্ত্রাংশ তৈরির জন্য তারা গ্রাইন্ডার মেশিন, ঝালাই মেশিন, ড্রিল মেশিন, হাতুরি, রড কাটার, বাটালিসহ প্রয়োজনীয় সকল যন্ত্রাদি র্যাব-৭ কারখানাটি থেকে উদ্ধার করে। যন্ত্রসমূহ পরিচালনার জন্য দূরের আরেকটি বাড়ি থেকে তারা তারের মাধ্যমে বৈদ্যুতিক সংযোগ নিয়ে আসতো।
অস্ত্রসহ গ্রেপ্তার জাকিরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে র্যাব জানায়।