চট্টগ্রাম, ৩১ আগস্ট, ২০২২:
আজ থেকে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হয়েছে সিজেকেএস-সিডিএফএ প্রিমিয়ার ফুটবল লীগ-২০২২ এ অংশগ্রহণকারী ঐতিহ্যবাহী চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজের ফুটবল অনুশীলন। অদ্য ৩১ আগস্ট বিকাল ৫ টায় চট্টগ্রাম এম.এ আজিজ স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুশীলন উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সিজেকেএস-এর সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন। অনুষ্ঠানে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন ক্লাবের নবগঠিত ফুটবল কমিটির সম্পাদক সাদেক হোসেন পাপ্পু। এসময় উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, অতিরিক্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য ও উপদেষ্টা কোচ নজরুল ইসলাম লেদু, সিজেকেএস নির্বাহী সদস্য আবুল হাসেম, সৈয়দ আবুল বশর, মো. দিদারুল আলম, রেখা আলম চৌধুরী, ক্লাবের সদস্য সচিব আবু সৈয়দ, কোষাধ্যক্ষ মোরশেদ, সদস্য মাসুদুর রহমান মাসুদ, ইয়াছির আরাফাত পাপলু, সিজেকেএস কাউন্সিলর সৈয়দ জিয়া উদ্দিন সোহেল, কাজী মো. জসিম উদ্দিন, ফুটবল কমিটির সদস্য আজাদ উল্লাহ নিজাম, মো. আলমগির, মো. জসিম উদ্দিন, আব্দুল মাবুদ, কোচ মো. নাসির প্রমুখ।
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন কর্তৃক আয়োজিত জিপিএইচ ইস্পাত প্রিমিয়ার ফুটবল লীগ ২০২২ আগামী ৫ সেপ্টেম্বর হতে শুরু হবে। লীগে অংশগ্রহণকারী দলের ম্যানেজার এবং প্রশিক্ষকদের সাথে মতবিনিময় সভা আগামীকাল ১ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠিত হবে। দলীয় ম্যানেজার এবং প্রশিক্ষকদেরকে ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি সহ মতবিনিময় সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছে সিজেকেএস।
Discussion about this post