জাতীয়তাবাদী দল বিএনপিকে হতাশাবাদী দল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সেতু ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, জনগণের কাছে কখনো ‘নালিশ পার্টি’ আবার কখনো ‘ষড়যন্ত্রবাদী দল’ হিসাবে পরিচিত বিএনপি এখন ‘জাতীয় হতাশাবাদী দলে’ রূপ নিয়েছে।
‘রাজনৈতিকভাবে আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে’ আওয়ামী লীগকে লক্ষ্য করে বিএনপির এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের আজ শুক্রবার, তার বাসভবনে সমসাময়িক বিষয় সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, তাদের কথা শুনে মনে হয়, বিএনপি নিজেদের ভাবনা ছেড়ে দিয়ে আওয়ামী লীগকে নিয়ে ভাবতে শুরু করেছে। এসব আষাঢ়ে গল্পের অবতারণা করে তারা আত্মতুষ্টি বোধ করছেন। নিজেদের চরম ব্যর্থতা ঢাকতে অন্তঃসারশূন্য বাক্যচর্চা বিএনপির পুরনো অভ্যাস।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, বিএনপি যে অপরাজনীতি ও নেতিবাচক রাজনীতি অব্যাহত রেখেছে, তাতে তারা ক্রমশ হতাশার গবীরে নিমজ্জিত হচ্ছে। এই দলের নেতা কর্মিরাও এখন গণহতাশায় ভুগছেন। তিনি বলেন, বিএনপির জনসমর্থন তলানিতে পৌঁছে যাওয়ায় তারা আওয়ামী লীগকে দেওলিয়া বলে যে দিবাস্বপ্ন দেখছে, তা তাদের ভাবনায় জনপ্রত্যাখ্যান থেকে সৃষ্ট প্রলাপমাত্র। তিনি বলেন, আওয়ামী লীগ গঠনতন্ত্র নির্ভর সুশৃঙ্খল ও গণতান্ত্রিক দল।
Discussion about this post