চট্টগ্রাম, ২৪ সেপ্টেম্বর, ২০২২:
১৯৩০ এর দশকের চট্টগ্রাম যুব বিদ্রোহের বীরাঙ্গনা, বাঙালি নারীর সাহসের প্রতীক বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯০তম আত্মাহুতি দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা ও নগরে তাকে স্মরণ ও শ্রদ্ধা জানিয়ে নানা কর্মসূচী পালন করা হয়েছে।
বীরকন্যা প্রীতিলতা ট্রাস্ট: পটিয়া উপজেলার ধলঘাটে বীরকন্যা প্রীতিলতা ট্রাস্টের উদ্যোগে বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯০তম আত্মাহুতি দিবস স্মরণে আলোচনা সভা ২৪ সেপ্টেম্বর (শনিবার) ট্রাস্টের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বীরকন্যা প্রীতিলতা ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি পংকজ চক্রবর্তীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন- পটিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন- চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ মনোয়ার, নারীনেত্রী জেসমিন সুলতানা পারু, কবি ও লেখক ডা. প্রণব কুমার চৌধুরী, বাসুদেব সিংহ, আহাম্মদ কবির। বিপ্লবী পূর্ণেন্দু অর্ধেন্দু সুখেন্দু প্রীতিলতা বাস্তুভিটা স্মৃতি সংরক্ষণ সংসদের সাধারণ সম্পাদক প্রবোধ রায় চন্দনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সাংবাদিক নুরুল ইসলাম, সাংবাদিক আবদুর রাজ্জাক, সাংবাদিক আবদুল হাকিম রানা, ট্রাস্টি বিজয় ঘোষ, প্রকৌশলী দিলীপ চৌধুরী, স্বপন সরকার, জয়নাল আবেদীন, মোহাম্মদ শাহজাহান, গৌতম চৌধুরী, মো. আলমগীর, আবদুল্লাহ ফারুক রবি, মো. কোরবান আলী (বাবু), মো. ইদ্রিস প্রমুখ। উপস্থিত ছিলেন- ট্রাস্টি মো. আলী, রূপক চক্রবর্তী, ট্রাস্টি রঘুনাথ চক্রবর্তী, ট্রাস্টি বিশ^জিৎ দেব, প্রকৌশলী অভিজিৎ দেব, সুমন দেবনাথ, ট্রাস্টি কৃষ্ণা চক্রবর্তী, সুকান্ত নাথ, বরুন পালিত, কমল সরকার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ইতিহাসের প্রয়োজনে বিপ্লবীদের স্মৃতি সংরক্ষণ এখন সময়ের দাবি। নুতন প্রজন্মকে বিপ্লবীদের সঠিক ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হওয়ার আহবান জানান বক্তারা। এছাড়াও বক্তারা বীরকন্যা প্রীতিলতার আত্মত্যাগ সম্পর্কে আলোকপাত করেন।
বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদ: বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদাদের আত্মাহুতি দিবসে পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাবের সামনে প্রীতিলতার ভাস্কর্যে পুষ্পিত শ্রদ্ধাজ্ঞলি নিবেদন ও পথসভার আয়োজন করেন। পথসভায় সভাপতিত্ব করেন, পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিঞ্চণ ভৌমিক ও প্রধান বক্তা ছিলেন বাসদ চট্টগ্রাম জেলার ইনচার্জ আল কাদেরী জয় ।
পথসভায় বক্তারা বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মহিলা কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস পপি’র উদ্যোগে সাবেক মেয়র মনজুরুল আলমের আন্তুরিকতায় প্রীতিলতার এই ভাস্কর্যটি নির্মিত হয়। সেজন্য বক্তারা তাদেরকে অভিনন্দন জানান।
পথসভায় ব্রিটিশ বিরোধী আন্দোলন ও মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনে একই সূত্রে গাঁথা। বিপ্লবীদের পথ ধরেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে আমাদেরকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ উপহার দিয়ে যান। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই যে, মুজিব শতর্বষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ব্রিটিশ বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী বিপ্লবীদের কোন সম্মান প্রদর্শন করা হয়নি। এমনকি প্রীতিলতার এই ভাস্কর্যটিও পর্যন্ত আলোকসজ্জা করা হয়নি। এ সমস্ত অনুষ্ঠান ইতিহাস বিকৃতির সামিল বলে বক্তারা উল্লেখ করেন।
পরিষদের নেতৃবৃন্দ আরো বলেন, আমরা আমাদের পরিষদের পক্ষ থেকে সরকারের কাছে গত ১০ বছর ধরে বিপ্লবীদের স্মৃতি রক্ষার জন্য দাবি জানিয়ে আসছি। দাবিগুলো হল- ১) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী ১৯৩০ সালের ১৮ এপ্রিল যুব বিদ্রোহ দিবসের স্থান জালালাবাদ পাহাড়টিকে বিপ্লবীদের স্মৃতি হিসেবে সংরক্ষণ করা। ২) পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাবটি শুধু নামে জাদুঘর হিসেবে না রেখে বাস্তবে বিপ্লবীদের স্মৃতি জাদুঘর হিসেবে রূপান্তরিত করা ৩) দামপাড়া পুলিশ লাইনে ‘পুলিশ মুক্তিযুদ্ব জাদুঘর’ এর নামকরণ করা হোক ‘চট্টগ্রাম যুববিদ্রোহ ও পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর’। এই অস্ত্রাগারটি দখল করেছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্বে লড়াই করে ১৯৩০ সালের ১৮এপ্রিল জাতীয়বীর বিপ্লবী মহানায়ক মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রামের একদল সাহসী যুবক। মাস্টারদা এই সংগ্রামের নাম দিয়েছিলেন চট্টগ্রাম যুববিদ্রোহ। ৪) চট্টগ্রাম জেলা কারাগারে ঐতিহাসিক নিদর্শন ফাসীর মঞ্চে বিপ্লবী তারকেশ্বর দস্তিদারের নাম ম্যুরাল সংযুক্ত করা । ৫) ১৯৩০ সালের ১৮ই এপ্রিল “ চট্টগ্রাম যুববিদ্রোহ দিবস”, ১৯৩৪ সালে ১২ জানুয়ারি জাতীয়বীর বিপ্লবী মহানায়ক মাস্টারদা সূর্য সেনের ও বিপ্লবীনেতা তারকেশ্বর দস্তিদার এর ফাঁসি দিবস ও ১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বর বীর কন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবসকে রাষ্ট্রীয়ভাবে পালন করা।
পথ সভায় আরো বক্তব্য রাখেন, পরিষদের উপদেষ্টা শিক্ষক বিজয় শংকর চৌধুরী, অর্থ সম্পাদক তপন ভট্টাচার্য্য, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি মিরাউদ্দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক ঋজু লক্ষী অবরোধ, সমাজতান্ত্রিক শ্রমিকফ্রন্টের আহ্বায়ক হেলালউদ্দিন করিব ও সদস্য সচিব সজল শিকদার।
পটিয়া গৌরব সংসদ: ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯০তম আত্মাহুতি দিবস উপলক্ষে পটিয়া গৌরব সংসদের উদ্যোগে ২৪ সেপ্টেম্বও, শনিবার বিকেলে পটিয়া ক্লাব মোস্তাফিজুর রহমান পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অধ্যাপক অভিজিৎ বড়ুয়া মানুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, মোহাম্মদ ছৈয়দ চেয়ারম্যান, মাস্টার শ্যামল কান্তি দে, অধ্যাপক ভগীরথ দাশ, এনামুল হক মঞ্জু, কনক বড়ুয়া, জাহেদ-উল পাশা আকাশ, পিন্টু কুমার দে, শিবলী সাদিক কফিল, আবদুর রহমান রুবেল, হামীম রায়হান প্রমুখ।
বক্তারা বলেন, সুষ্ঠু রক্ষণাবেক্ষণের অভাবে বিপ্লবীদের স্মৃতিবিজড়িত ভিটেবাড়ি বেদখল হয়ে যাচ্ছে। সরকারি উদ্যোগে এগুলো সংরক্ষণ ও মাস্টারদা সূর্যসেন- প্রীতিলতাসহ ব্রিটিশবিরোধী সশস্ত্র বিপ্লবীদের সংগ্রামী জীবন পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির মাধ্যমে কিশোর-যুবকদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
Discussion about this post