চট্টগ্রাম,১১ অক্টোবর, ২০২২:
কক্সবাজার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ অক্টোবর) জেলা প্রশাসনের শহীদ এটিএম জাফর সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।
জেলায় অপহরণ ও চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় সভায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এ ছাড়া মামলার নিষ্পত্তিতে আন্তরিক ও গতিশীল ভূমিকা রাখায় সভায় পাবলিক প্রসিকিউটরকে (পিপি) ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
সভায় টেকনাফের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফানুল হক চৌধুরী বলেন, সম্প্রতি টেকনাফে অপহরণের ঘটনা উদ্বেগজনকহারে বেড়েছে। সংঘবদ্ধ অপরাধীরা সাধারণ মানুষকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায় করে যাচ্ছে, যা জনসাধারণের নিরাপত্তার জন্য হুমকি। এটার জন্য বিশেষ অভিযান চালানোর দাবি জানান তিনি।
সভায় কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রফিকুল ইসলাম বলেন, কক্সবাজারে গরু চুরির ঘটনা বেড়ে যাচ্ছে। পুলিশ অভিযানে চুরি হওয়া গরু উদ্ধারের পাশাপাশি চোরও গ্রেপ্তার হচ্ছে। তবে উদ্বেগজনক পরিস্থিতি হলো, এসব চুরির সঙ্গে কয়েকজন জনপ্রতিনিধি জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।
তিনি বলেন, এ ব্যাপারে মামলাও হচ্ছে। আবার চুরির সঙ্গে জড়িত জনপ্রতিনিধিদের প্রভাবশালী ব্যক্তিদের পৃষ্ঠপোষকতা পাওয়া যাচ্ছে। এটা বন্ধ করতে সবার আন্তরিক দৃষ্টি কামনা করেন তিনি।
সভায় গত এক মাসে একশ কোটি টাকার মাদক উদ্ধারের তথ্য উপস্থাপন করা হয়েছে। এ প্রসঙ্গটি টেনে কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি আবু তাহের বলেন, এক মাসে ১০০ কোটি টাকা মাদক উদ্ধার হয়েছে। যা চোরাই পথে পাচার হয়ে আসা মাদক চালানের অর্ধেক অংশ হলে আরও ১০০ কোটি টাকার মাদক দেশে ঢুকে পড়েছে। এটা রাষ্ট্রের জন্য ঝুঁকি তৈরি করছে।
তিনি বিভিন্ন বাসায় রোহিঙ্গাদের ভাড়া দেওয়া, চাকরি দেওয়া, শ্রমিক হিসেবে ব্যবহার করার তথ্য উপস্থাপন করে সংশ্লিষ্ট মালিক, প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালানোর দাবি জানান।
কক্সবাজার সিভিল সার্জনের প্রতিনিধি ডাক্তার মহিউদ্দিন আলমগীর কক্সবাজারে ডেঙ্গু রোগে এ পর্যন্ত ৩২ জনের মৃত্যুর তথ্য উপস্থাপন করে বলেন, ডেঙ্গুর জন্য এ জেলা খুব ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে জেলার পৌর এলাকায় মশা নিধনে জরুরি অভিযানের জন্য মেয়রের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
সভায় কক্সবাজার জেলায় সর্বোচ্চ মামলা নিষ্পত্তি করায় পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ফরিদুল আলমকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। বলা হয়, এভাবে যদি স্ব-স্ব দায়িত্ব পালনে সবাই আন্তরিক হন তবে আইনের শাসন প্রতিষ্ঠাতা সম্ভব হবে।
Discussion about this post