চট্টগ্রাম,১০ ডিসেম্বর ২০২২:
বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণের লক্ষ্যে কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে ৯ ডিসেম্বর মাঠে নামে ব্রাজিল ও ক্রোয়েশিয়া। এডুকেশন সিটি স্টেডিয়ামে গড়ায় ম্যাচটি। শুরু থেকে প্রায় হাড্ডাহাড্ডি লড়াই মেতে উঠে দল দুটি। নানা চেষ্টায় করেও কোনো দল বল জড়াতে পারছিল না জালে। ব্রাজিলের প্রতিরোধ যেমন শক্ত ছিলো অন্যদিকে ক্রোয়েশিয়ার গোল কিপারও তেমন দেওয়াল হয়ে দাড়িয়ে ছিল সেলেসাওদের সামনে। এভাবে দারুণ নৈপুণ্যে আক্রমণ-প্রতি আক্রমণ, প্রতিরোধের পর প্রথম অর্ধের সমাপ্তি ঘটে। আরম্ভ হয় অতিরিক্ত সময়। আবারো একি প্যাটার্নে চলতে থাকে খেলা। এভাবে দুই পক্ষ ১০৪ মিনিট লড়াই করার পর ১০৫ মিনিটের মাথায় গোল করে স্বয়ং নেইমার জুনিয়র নিজেই। উল্লাসে ভরে উঠে স্টেডিয়াম। কিন্তু এই উল্লাসের রেস না কাটতেই সেলেসাওদের সামনে বিপর্যয় নেমে আসে । ১১৬ মিনিটের মাথায় দারুণ এক গোল করে ব্রুনো পেটকোভিচ ম্যাচে সমতা ফিরিয়ে আনে। অতিরিক্ত সময় শেষ হয়ে ম্যাচ গড়ায় পেনাল্টি শুট আউটে। যখন জয়-পরাজয়ের ভার গিয়ে পড়ে ব্রাজিল ও ক্রোয়েশিয়ার গোল্কিপার এলিসন ও লিভাকোবিচের উপর। ক্রোয়েশিয়া নিখোলা ভ্লাসিচ প্রথম শটে গোল দিতে পারলেও ব্রাজিলের রদ্রিগো প্রথম শট মিস করে। পরের বারও ক্রোয়েশিয়ার লভ্রো মাজের ধারাবাহিকতা বজায় রাখে আর ব্রাজিলের কেসেমিরো বল জালে জড়িয়ে আশা বাচিঁয়ে রাখে। এরপরে ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ ও ব্রাজিলের পেদ্রো ধারাবাহিকতা বজায় রাখে। কিন্তু চতুর্থ ধাপে ক্রোয়েশিয়ার মিস্লাভ ওরসিচ বল গন্তব্যে পৌঁছাতে পারলেও ব্রাজিলের মারখুইনোচ শট মিস করে। এভাবেই পেনাল্টি শুট আউটে ৪-২ এ জিতে যায় ক্রোয়েশিয়া।দাপুটে ব্রাজিলের কোটি ভক্তের মনে কষ্ট দিয়ে হেক্সা মিশন অপূরণ রেখেই সেলেসাওদের বিদায় নিতে হয় বিশ্বকাপ থেকে।
ক্রোয়েশিয়া ট্রাইবেকারে বিশ্ব ফুটবলের উদীয়মান শক্তি জাপানকেও বিদায় করে দিয়েছিল নক আউট পর্ব থেকে। আজ একই কায়দায় ফুটবল পরাশক্তি ব্রাজিলকেও কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় করেছে ক্রোয়েশিয়া। পাঁচবারের ব্রাজিলকে হারিয়ে ক্রোয়েশিয়া বিশ্বকাপ ফুটবলে দ্বিতীয়বারের মত সেমি ফাইনালে পৌঁছে গেল। অবশ্য ২০১৮ সালের বিশ্বকাপে ক্রোয়েশিয়া জার্মানের সাথে ফাইনাল খেলে রানার আপ ট্রপি পেয়েছিল।
Discussion about this post