চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পর্যায়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কমপ্লেক্স ভবন নির্মাণস্থান চট্টগ্রামের নাসিরাবাদের শিশু ও মহিলা অধিদপ্তর পরিদর্শন করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি। এই উপলক্ষে আজ সকালে মহিলা ও শিশুবিষয়ক অধিদপ্তর, চট্টগ্রাম – উপ পরিচালকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার জন্য সরকার কাজ করছে। যেখানে নারীর ক্ষমতায়ন একটি গুরুত্বপূর্ণ বিষয়। নারীরা যাতে অর্থনৈতিকভাবে নিজেদের মর্যাদাপূর্ণ অবস্থান নিশ্চিত করতে পারে সেজন্য এখানে ১০ তলা কমপ্লেক্স হবে। এই ভবনের শিশুদের ডে কেয়ার সেন্টার হবে। নারীদের কর্মসংস্থানের প্রশিক্ষণ সেন্টার হবে। শিশু ও নারীদের সকল সুযোগসুবিধা এই ভবন থেকে গ্রহণ করতে পারবে। সর্বপ্রথম চট্টগ্রামে এই ভবনের কাজ শুরু হবে। শুধু একনেকে ডিপিপি পাস হলেই পরবর্তী কাজ শুরু হবে। তিনি আরও বলেন, নারীর কর্মসংস্থান সৃষ্টিতে সরকার বহুমুখী কাজ বাস্তবায়ন করছে। যা জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার ২০৪১ সালে কর্ম স্থলে নারীর অংশগ্রহণ ৫০:৫০ উন্নীত করতে গুরুত্বপূর্ণ
ভূমিকা রাখবে।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নারী ও শিশু মন্ত্রণালয়ের সচিব সায়েদুল ইসলাম, নারী ও শিশু অধিদপ্তরের মহাপরিচালক রামচন্দ্র দাশ, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান চেমন আরা তৈয়ব, অতিরিক্ত সচিব মহিবুজ্জামান, যুগ্ম সচিব নার্গিস আক্তার সহ কর্মকর্তাবৃন্দ। পরে প্রতি মন্ত্রী ও সচিবসহ অন্যান্য কমকর্তাবৃন্দ কমপ্লেক্স ভবন নির্মাণের স্থান পরিদর্শন করেন। পরে প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা সহ সকলে নগরের চান্দগাঁও কর্মজীবী মহিলা হোস্টেল পরিদর্শনে যান। সেখানে তারা হোস্টেল সুপার রোকেয়া বেগম ও কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। সেখানকার- জলাবদ্ধতা, ড্রেনেজ সমস্যা ও কর্মচারী সঙ্কট সমাধানের আশ্বাস প্রদান করেন।