চট্টগ্রাম,১৭ জানুয়ারি, ২০২৩:
২০২৫ এর শেষে অথবা ২০২৬ সালের শুরুতে চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল চালু হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, ২০২৪ সালে বে-টার্মিনাল চালু করার কথা থাকলেও করোনা মহামারি এবং ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতিতে বহুবিধ সমস্যায় আছি। আশা করি ২০২৫ সালের শেষে বা ২০২৬ সালের শুরুতে বে-টার্মিনালের বৃহৎ অংশ মাল্টিপারপাস টার্মিনাল চট্টগ্রাম বন্দর চালু করতে সক্ষম হবো।
১৬ জানুয়ারি, সোমবার দুপুরে চট্টগ্রাম বন্দরের সিসিটি জেটিতে ২০০ মিটার দৈর্ঘ্য এবং ১০ মিটার ড্রাফটের জাহাজ বার্থিংয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পতেঙ্গা কন্টেনার টার্মিনালের ৯৭ ভাগ কাজ শেষ হয়েছে বলে তিনি জানান অনুষ্ঠানে।
চট্টগ্রাম বন্দরে ২০০ মিটার দৈর্ঘ্য এবং ১০ মিটার ড্রাফটের জাহাজের বার্থিং নিশ্চিত করতে পারা অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয় উল্লেখ করে তিনি বলেন, চট্টগ্রাম বন্দর অর্থনীতির চালিকাশক্তি। বন্দর থেমে গেলে দেশ থেমে যায়। পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে চট্টগ্রাম বন্দরের ভূমিকা আছে। ১৪ বছর বাংলাদেশের অগ্রগতির কৃতিত্বের অন্যতম দাবিদার চট্টগ্রাম বন্দর। বন্দরের অংশীজনদের দাবি সরকার গুরুত্ব দেয়। বর্তমানে ১৮টি গ্যান্ট্রি ক্রেন আছে বন্দরে। ৪৮ ঘণ্টায় একটি জাহাজ হ্যান্ডেল হচ্ছে। আগামীতে চট্টগ্রাম বন্দর আরো ইতিহাস গড়বে।
এ সময় মাতারবাড়ি বন্দর ২০২৬ সালের মাঝামাঝি বা শেষের দিকে চালু হবে বলে তিনি জানান। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল,চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মো. আরিফ, ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন প্রমুখ।
লন্ডনের এইচআর ওয়েলিং পোর্ট নামের একটি গবেষণা প্রতিষ্ঠান কর্ণফুলী নদী এবং বন্দর চ্যানেলে মাসে ১০ মিটার ড্রাফট এবং ২০০ মিটার লেংথের জাহাজ ভিড়ানো যাবে মর্মে চূড়ান্ত রিপোর্ট দিয়েছিল। রিপোর্টে সংস্থাটি বন্দর চ্যানেল, কর্ণফুলী নদী এবং বন্দর সম্পর্কে বিস্তারিত তথ্য- উপাত্ত উপস্থাপন করে। এতে বলা হয়, বিদ্যমান অবকাঠামো ব্যবহার করে চট্টগ্রাম বন্দরে এখনই ১০ মিটার ড্রাফট এবং ২০০ মিটার লেংথের জাহাজ ভিড়ানো যাবে। যে কারণে গতকাল আনুষ্ঠানিকভাবে ২০০ মিটার দৈর্ঘ্য এবং ১০ মিটার ড্রাফটের জাহাজ বার্থিংয়ের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Discussion about this post