চট্টগ্রাম, ২ ফেব্রুয়ারি, ২০২৩:
চট্টগ্রাম কাস্টমসে শুল্কায়ন প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। দুদক প্রধান কার্যালয়ের নির্দেশে চট্টগ্রাম কাস্টমসে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর সহকারী পরিচালক এনামুল হক।
দুদক কার্যালয় জানায়, চট্টগ্রাম কাস্টম হাউজের শুল্কায়ন প্রক্রিয়ায় দুর্নীতির বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ভিত্তিতে দুদক প্রধান কার্যালয়ের নির্দেশনার আলোকে এনফোর্সমেন্ট টিম লিডার ও দুদক, চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক এনামুল হকের নেতৃত্বে ৩ সদস্যের একটি টিম চট্টগ্রাম কাস্টম হাউজে অভিযান পরিচালনা করে। অভিযানকালে দুদক টিম ঘুষ লেনদেনের বিষয়টি সরাসরি প্রমাণ পায়নি। তবে অভিযোগের সত্যতা খুঁজে পেয়েছেন। অসাধু কর্মকর্তাদের পছন্দসই দালালচক্রের মাধ্যমে ঘুষ লেনদেন প্রক্রিয়া সম্পন্ন হয়। আরও বলা হয়, রাসায়নিক ল্যাবের কার্যক্রমেও নানা অসঙ্গতি পরিলক্ষিত হয়। এসময় সংশ্লিষ্ট দায়িত্বরত কর্মকর্তাদের সতর্ক করা হয়। এসব বিষয়ে তাদের কাছ থেকে রেকর্ডপত্র চাওয়া হয়। টিম সংগৃহীত রেকর্ডপত্রের আলোকে খুব শীঘ্রই কমিশন বরাবরে এনফোর্সমেন্ট প্রতিবেদন দাখিল করা হবে বলে জানান দুদক।
শুল্কায়ন প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগে চট্টগ্রাম কাস্টমসে অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানান দুদক চট্টগ্রামের উপ-পরিচালক নাজমুস সাদাত। তিনি বলেন, অসাধু কর্মকর্তাদের পছন্দসই দালাল চক্রের মাধ্যমে এখানে ঘুষ লেনদেন হয়। প্রাপ্ত রেকর্ডপত্রের ভিত্তিতে খুব শীঘ্রই কমিশন বরাবরে এনফোর্সমেন্ট প্রতিবেদন দাখিল করা হবে।
গত বৃহস্পতিবার চট্টগ্রাম কাস্টমস হাউজের অডিটরিয়ামে আন্তর্জাতিক কাস্টমস দিবসে আয়োজিত সেমিনারে কাস্টমসের নানা সমস্যার কথা তুলে ধরেন স্টোকহোল্ডাররা। এসময় তারা কাস্টমসের একমাত্র রাসায়নিক পরীক্ষাগারটি নামে মাত্র পরীক্ষাগার বলে উল্লেখ করেন। এর কারণে ব্যবসা-বাণিজ্যে সময় ও ব্যয় বেড়ে যায়। এছাড়া পণ্যের এইচএস কোড নিয়ে ব্যবসায়ীদের নানা জটিলতায় পড়তে হয়। এতে অতিরিক্ত সময়ক্ষেপণ ও জরিমানা গুণতে হয় ব্যবসায়ীদের।
দেশের বৃহৎ শুল্ক স্টেশন চট্টগ্রাম কাস্টমস। মোট রাজস্বের প্রায় ৩০ শতাংশ এই কাস্টমস দিয়ে আয় হয়। ২০২১-২০২২ অর্থ বছরে জাতীয় রাজস্ব বোর্ড তিন লাখ এক হাজার ৬৩৪ কোটি টাকা রাজস্ব আদায় করেছে। যার মধ্যে কাস্টমস কর্তৃক রাজস্ব আদায় হয় ৮৯ হাজার ৪২৪ কোটি টাকা। যা জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক আদায়কৃত মোট রাজস্বের প্রায় ৩০ শতাংশ।
Discussion about this post