চট্টগ্রাম,৫ ফেব্রুয়ারি, ২০২৩:
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-চট্টগ্রাম জেলা শাখার সুবর্ণজয়ন্তীতে আয়োজিত শ্রীমদ্ভগবদগীতা স্বর্ণপদক পুরস্কার প্রতিযোগিতা উপ-পরিষদের সদস্য সচিব অধ্যাপক শিপুল দে বলেছেন, গীতাজ্ঞান মানুষের মধ্যে মানবিকতার উন্মেষ ঘটায়। গীতার সার্বজনীন বাণী মননে ধারণ করতে পারলে আলোকিত ও সৌহার্দ্যময় সমাজ এবং দেশ গড়া সম্ভব। তিনি গত ৪ ফেব্রুয়ারি সীতাকুণ্ড পৌরসদরের উন্নয়ন সরকারি আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-সীতাকুণ্ড উপজেলা শাখা আয়োজিত স্বর্ণপদক গীতা প্রতিযোগিতার হল পরিদর্শন ও ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গীতা প্রতিযোগিতা উপ-পরিষদ সীতাকুণ্ডের আহ্বায়ক শিক্ষক মৃদুল দাশ। সদস্য সচিব স্বপন কুমার নাথের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সীতাকুণ্ড উপজেলার সাধারণ সম্পাদক আশীষ শর্মা, পটিয়া উপজেলার সভাপতি শিক্ষক রূপক শীল, জেলা গীতা প্রতিযোগিতা উপ-পরিষদ সদস্য রণজিৎ কুমার দাশ, বোয়ালখালী উপজেলার সমন্বয়ক গীতা শিক্ষা প্রচার -প্রসারের সংগঠক উজ্জ্বল শুক্ল দাশ। গীতা প্রতিযোগিতার হল পরিদর্শন করেন সীতাকুন্ড পৌরসভার কাউন্সিলর দিদারুল আলম , সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৌমেন চক্রবর্ত্তীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।
প্রতিযোগিতার বিচারকার্য পরিচালনা করেন গীতা প্রশিক্ষক রাজীব ভরদ্বাজ, রাজ মহাজন, দেবী রুদ্র, রূপন চৌধুরী। বিজ্ঞপ্তি
Discussion about this post