চট্টগ্রাম, ১০ ফেব্রুয়ারি, ২০২৩:
ডায়াবেটিক রোগীদের সচেতন করার লক্ষ্যে চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের উদ্যোগে ১১ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম খুলশী ডায়াবেটিক জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে তিনদিন ব্যাপী ১১তম ডায়াবেটিক মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলায় ডায়াবেটিক রোগীদের বিভিন্ন চিকিৎসা সুবিধা সহ ডায়াবেটিক মেলার তাৎপর্য এবং মেলাকে সুন্দর ও সার্থকভাবে সফল করার বিষয়গুলো আজ চট্টগ্রাম প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলনে তুলে ধরা হয়। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী। এতে আরও উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি এস এম শওকত হোসেন, মিসেস আবিদা মোস্তফা, যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার লায়ন জাবেদ আবছার চৌধুরী, কোষাধ্যক্ষ এ.এস.এম জাফর, নির্বাহী সদস্য প্রিন্সিপাল লায়ন মোহাম্মদ সানাউল্ল¬াহ, এডভোকেট জয়শান্ত বিকাশ বড়–য়া, ডাঃ মোঃ পারভেজ ইকবাল শরীফ, মোঃ শহীদুল আলম, মোহাম্মদ আলী চৌধুরী, এডভোকেট আকতার হোসেন এবং এডিশনাল ডাইরেক্টর ডাঃ নওশাদ আজগার চৌধুরী প্রমুখ।
‘ডায়াবেটিসের ভয়, সচেতন হয়ে করব জয়’ এই প্রতিপাদ্যেও আলোকে সাংবাদিক সম্মেলনে সমিতির সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী বলেন ১১ম ডায়াবেটিক মেলায় প্রথম দিন বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে সায়েন্টিফিক সেমিনারের আয়োজনের পাশাপাশি মেলার ২য় দিন বিকাল ৪টায় শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, সংস্কৃতিক অনুষ্ঠান, মেরিট অ্যাওয়ার্ড ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। মেলার সমাপনী দিন ১৩ ফেব্রুয়ারি দুপুর ১২টায় হাসপাতাল প্রাঙ্গণে নানা কর্মসূচী থাকবে। মেলায় বিভিন্ন ধরনের ডায়াবেটিস মাপার মেশিন, পায়ের চিকিৎসার সরঞ্জামসহ মেডিসিন ও ইনসুলিন সম্পর্কে ধারণা এবং ইনসুলিন নেয়ার কৌশল সহ ডায়াবেটিস সম্পর্কিত বই, খাবার পাওয়া যাবে বলে জানানো হয়।
১১ ফেব্রুয়ারি সকাল ১০টায় খুলশী হাসপাতালে মেলা ও সেমিনার উদ্বোধন করবেন একুশে পদক প্রাপ্ত ও দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক।
সাংবাদিক সম্মেলনে তথ্য দিয়ে জানানো হয়- দেশে বর্তমানে ১ কোটি ৩০ লক্ষ মানুষ এবং সারা বিশে^ ৫৩ কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। চট্টগ্রামে ডায়াবেটিস রোগিদের সেবা দিতে চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালকে ঢাকা বারডেম হাসপাতালের আদলে চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালে রূপান্তরিত করা হয়েছে এবং যাতে স্বল্প খরচে সকল রোগের চিকিৎসা হাসপাতালটিতে মাধ্যমে প্রদান করা যায়। বিজ্ঞপ্তি
Discussion about this post