চট্টগ্রাম, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩:
দেশের বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দায়িত্ব আগামী ২৩ এপ্রিল শেষ হচ্ছে। ২০১৮ সালের ২৪ এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ নিয়েছিলেন। ইতিমধ্যে নতুন রাষ্ট্রপতি হিসাবে মো. সাহাবুদ্দিনের নামে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নিয়মমাফিক যিনি আগামী ২৪ এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করবেন। যিনি হবেন দেশের নির্বাচিত ২২তম রাষ্ট্রপতি।
এর আগে তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের (আইবিবিএল) ভাইস চেয়ারম্যানের পদে ছিলেন। ২০১৭ সালে তিনি ব্যাংকটির পরিচালক পদে নিযুক্ত ছিলেন। পরে ব্যাংকটির ভাইস চেয়ারম্যানের দুটি পদের মধ্যে তিনি ছিলেন একজন। দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তিনি ভাইস চেয়ারম্যানের পদ ত্যাগ করেন।
গত ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে রাষ্ট্রপতি পদের জন্য মো. সাহাবুদ্দিনের নামে দুটি মনোনয়নপত্র দাখিল করা হয়।
গত রবিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রনে গণভবনে যান মো. সাহাবুদ্দিন। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ। পরে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন কমিশনে গিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন মো. সাহাবুদ্দিন। অন্য কোনো প্রার্থী না থাকায় গত সোমবার তাকেই রাষ্ট্রপতি ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।
বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিন ১৯৪৯ সালের ১০ ডিসেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশের) পাবনা জেলার সদর উপজেলার শিবরামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম শরফুদ্দিন আনছারী ও মাতার নাম খায়রুন্নেসা। পাবনায় ছাত্রজীবনে ছাত্রলীগ ও পরে যুবলীগের রাজনীতির সাথে জড়িত হওয়া মো. সাহাবুদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির চেয়ারম্যান।
কর্মজীবনে ১৯৮০ থেকে দুই বছর দৈনিক বাংলার বাণীতে সাংবাদিকতা করেন। পরে আইন পেশায় যোগ দেন। শুরুতে তিনি পাবনা জেলা আইনজীবী সমিতির সদস্য ছিলেন। ১৯৮২ সালে বিসিএস (বিচার) ক্যাডারে তিনি মুন্সেফ (সহকারী জজ) পদে যোগ দেন। সাহাবুদ্দিন ১৯৯৫ ও ১৯৯৬ সালে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন-এর মহাসচিব নির্বাচিত হন। কর্মের ধারাবাহিকতায় তিনি যথাক্রমে যুগ্ম জেলা জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং জেলা ও দায়রা জজ পদে দায়িত্ব পালন করে ২০০৬ সালে অবসরে যান।
Discussion about this post