চট্টগ্রাম, ৫ জানুয়ারি, ২০২৩:
বাংলাদেশ তায়কোনদো ফেডারেশন কর্তৃক আয়োজিত মুজিব বর্ষ ট্রাস্ট ব্যাংক ১৯তম জাতীয় সিনিয়র/জুনিয়র তায়কোয়ানডো প্রতিযোগিতাÑ২০২১ ও ট্রাস্ট ব্যাংক ২০তম জাতীয় সিনিয়র/জুনিয়র তায়কোয়ানদো প্রতিযোগিতাÑ২০২২ এ চট্টগ্রাম জেলা তায়কোয়ানদো দল অংশগ্রহণ করে মহিলা জুনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সিজেকেএস তায়কোয়ানদো কমিটি কর্তৃক চট্টগ্রাম জেলা তায়কোয়ানদো চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের জন্য আজ ৫ ফেব্রুয়ারি বিকাল ৪ টায় সিজেকেএস কনভেনশন হলে এক সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের সনদপত্র ও সম্মাননা স্মারক প্রদান করেন সিজেকেএস সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন। সিজেকেএস যুগ্ম সম্পাদক ও তায়কোয়ানদো কমিটির চেয়ারম্যান মো. মশিউর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং তায়কোয়ানদো কমিটির যুগ্ম সম্পাদক ও প্রধান প্রশিক্ষক আব্দুল্লাহ আল নোমানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে খেলাধুলার উন্নতির ধারাবাহিকতা বজায় রাখার জন্য কর্পোরেট হাউজসমূহকে খেলোয়াড়দের পাশে থাকার জন্য অনুরোধ জানিয়েছেন এবং সিজেকেএস এর পক্ষ থেকে সবসময় খেলোয়াড়দের পাশে থাকার জন্য প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এসময় আরো বক্তব্য রাখেন সিজেকেএস সহ-সভাপতি এডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী, দিদারুল আলম চৌধুরী, এ.কে.এম. এহসানুল হায়দার চৌধুরী (বাবুল), যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য আবুল হাসেম। উপস্থিত ছিলেন সিজেকেএস নির্বাহী সদস্য আ.ন.ম. ওয়াহিদ দুলাল, হাসান মুরাদ বিপ্লব, মো. দিদারুল আলম, নাসির মিঞা, মো. হারুন আল রশীদ, সিজেকেএস কাউন্সিলর আকতারুজ্জামান, প্রবীন কুমার ঘোষ, মো. লুৎফুল করিম সোহেল, মুজিবুর রহমান, মো. জাহেদ হোসেন, সৈয়দ নুর নবী লিটন, সিজেকেএস তায়কোয়ানদো কমিটির যুগ্ম সম্পাদক আমির হোসেন সোহাগ, সদস্য নিজাম উদ্দিন নিজু, গুলশান আরা, তায়কোয়ানদো প্রশিক্ষক এরশাদ আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি
Discussion about this post