প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ১৯ মাস পর বিদেশ সফরে
জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউ ইয়র্কের উদ্দেশে আজ শুক্রবার সকালে ঢাকা ত্যাগ করেছেন। সকাল নয়টা ২৩ মিনিটে বিমানের একটি ভিভিআইপি চাটার্ড ফ্লাইটে হেলসিংকির উদ্দেশে ঢাকার শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী। দুই সপ্তাহের সফরে তিনি ১৯ থেকে ২৩ সেপ্টেম্বর নিউ ইয়র্কে অবস্থান কালে জাতি সংঘের সাধারণ পরিষদের অধিবেশনে এবং বেশ কয়েকটি আন্তর্জাতিক অধিবেশনে যোগ দেবেন। ২৪ সেপ্টেম্বর তিনি জাতিসংঘের সদও দপ্তরের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন।
করোনা মহামারি চলাকালে গত ১৯ মাসের মধ্যে এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম বিদেশ সফর। এর আগে তিনি সর্বশেষ ২০২০ সালের ফেব্রুয়ারিতে ইতালি সফরে গিয়েছিলেন।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ বি এম সরওয়ার-ই-আলম সরকার গণমাধ্যমকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সংক্রান্ত এসব তথ্য জানান। ২০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র ও সরকার প্রধানদের নিয়ে একটি রুদ্ধদ্বার বৈঠকে যোগ দেবেন। এরপর জাতিসংঘের সদর দপ্তরের উত্তরের লেনে ইউএন গার্ডেনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে একটি গাছ লাগাবেন এবং সেখানে একটি বেঞ্চ উদ্বোধন করবেন জাতির পিতার সম্মানে। একই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘সাসটেইনবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক’ বিষয়ক একটি ভার্চুয়াল বৈঠকে অংশ গ্রহণ করবেন।
এছাড়া তিনি ‘ইউএস-বাংলাদেশ বিসনেস কাউন্সিল’ বৈঠক, ‘ডারবান ডিক্লারেশন এন্ড প্রোগাম অব অ্যাকশন’ বৈঠক, কোভিড ১৯ মহামারি বিষয়ক সম্মেলন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সভা, সেমিনার ও বৈঠকে অংশগ্রহণ করবেন।
৩০ সেপ্টেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াশিংটন থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন। হেলসিংকিতে যাত্রা বিরতির পর ১ অক্টোবর তিনি দেশে ফিরবেন।
Discussion about this post