চট্টগ্রাম, ১২ মার্চ, ২০২৩:
বাংলাদেশ বনাম ইংল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ সিরিজের ২য় ম্যাচে আজ টাইগারদের হুংকারে ধরাশায়ী হয়ে পড়লেন ইংলিশরা। বাংলাদেশ প্রথমেই টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। ৩য় ওভারেই ইংলিশরা ১ম উইকেট হারায়। তাস্কিনের বলে হাসান মাহমুদকে ক্যাচ দিয়ে বসেন তিনি। ৭ম ওভারে ইংলিশদের ২য় উইকেট পড়ে যায়। সাকিবের বলে ফিল সল্ট ১৯ বলে ২৫ রান করে সাজঘরে ফিরে যান। পরের ওভারেই হাসান মাহমুদের ইয়র্কার বলে পরাস্ত হতে হয় জস বাটলারকে। ৬ বলে ৪ রান করে ইংলিশ অধিনায়ক সাজঘরে ফিরে যান।আবারো তার পরের ওভারে মিরাজের অফ স্পিন জালে আটকা পড়েন মঈন আলী। ১৭ বলে ১৫ রান করেন তিনি। ১৫তম ওভারে ৫ম উইকেট পড়ে ইংলিশদের। সেম করণ ১৬ বলে ১২ রান করে মিরাজের হাতে উইকেট তুলে দেন। একই ওভারে ক্রিস উক্সকেও সাজঘরে ফিরান মিরাজ। ১৭তম ওভারে মিরাজ আবারো বলিং করতে এসে ক্রিস জর্ডানের উইকেট তুলে নেন। তিনি ১০ বলে ৩ রান করেন। ১৯তম ওভারে এসে বেন ডাকেটও ফিজের কাটার বলে পরাস্ত হন। শান্ত ক্যাচ তুলে দেন তিনি। তারপর পরই রেহান আহমেদ ও জোফ্রা আর্চার যথাক্রমে ১১ রান ও শূন্য রান করে রান আউট হয়ে প্যাভলিয়নের দিকে ফিরে যান। আদিল রশীদ ২ বলে ১ রান করে অপরাজিত থাকেন। অতিরিক্ত ১৩ রান সহ মোট ১১৭ রান সংগ্রহ করে স্কোরবোর্ডে তুলে ধরেন। খুবই কম রানের টার্গেট তাড়া করতে নেমে ৩য় ওভারেই লিটন আউট হয়ে যান। তিনি ৯ বলে ৯ রান করে সেম করণের বলে ফিল সল্টের দিকে ক্যাচ তুলে দেন। টাইগারদের ২য় উইকেট পড়ে ৬ষ্ঠ ওভারে। ১৪ বলে ৯ রান করে রনি তালুকদার জোফ্রা আর্চারের বলে পরাস্ত হন। ১১তম ওভারে রেহান আহমেদের বলে ব্যাট প্যাঁচে পরে তৌহিদ হৃদয় ১৮ বলে ১৭ রান করে আউট হয়ে যান। মিরাজ ১৬ তম ওভারে ১৬ বলে ২০ রানের একটা ইনিংস খেলে জোফ্রা আর্চারকে তার উইকেট দিয়ে বসেন। পরবর্তীতে অধিনায়ক সাকিব আল হাসান শূন্য রান করে মঈন আলীর বলে ও আফিফ হোসেন ২ রান করে জোফ্রা আর্চারের বলে আউট হন। ফর্মে থাকা নাজমুল হোসেন শান্ত ৪৭ বলে ৪৬ রান করে অপরাজিত থাকেন। সাথে তাসকিন আহমেদ ৩ বলে ৮ রান করে অপরাজিত থাকেন। এবং তারা জয় নিশ্চিত করেন। অবশেষে বাংলাদেশ ৭ বল হাতে রেখে ৪ উইকেটে জিতে যায় এবং বাংলাদেশ টি-টোয়েন্টি ফরম্যাটে ঘরের মাঠে ইংল্যান্ড এর বিপক্ষে ১ ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নতুন রেকর্ড তৈরি করে।
Discussion about this post