চট্টগ্রাম, ১১ আগস্ট, ২০২৩:
কাপ্তাই লেকের আপস্ট্রিম জেটিঘাট এলাকায় কচুরিপানার বিশাল জটে জন দুর্ভোগ চরমে উঠেছে। ৫ মিনিটের নৌপথ পাড়ি দিতে সময় লাগছে প্রায় ৫ ঘন্টা। কচুরিপানা জটের কারণে বর্তমানে কাপ্তাই-বিলাইছড়ি রুটে নৌ চলাচল বন্ধ রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একটি ইঞ্জিন চালিত বোট জেটিঘাট থেকে বিলাইছড়ির উদ্দেশ্যে রওনা হলেও মাঝ পথে কচুরিপানার জটে আটকে পড়ে। শেষ পর্যন্ত গন্তব্যে পৌছতে না পেরে নৌযানটি ঘাটে ফিরে আসতে বাধ্য হয়। গত এক সাপ্তাহ ধরে অতিবৃষ্টির ফলে উজান থেকে আসা পানির তোড়ে এবং লেক সংলগ্ন ছড়া থেকে ভেসে আসে কচুরিপানা। এসব কচুরিপানা জেটিঘাট ব্যবসা কেন্দ্র, কার্গো পারাপার, জেলেপাড়া, স’মিল এলাকাসহ লেকের বিভিন্ন স্থানে জটের সৃষ্টি হয়। ফলে কাপ্তাই-বিলাইছড়ি উপজেলায় নৌচলাচল বন্ধ হয়ে পড়ে। কোন ধরনের নৌচালাচল করতে না পারায় সীমাহীন দুর্ভোগে পড়েছে ব্যবসায়ি ও স্থানীয় জনসাধারণ।
কাপ্তাই বোট মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক শাহিন বুলবুল জানান, কচুরিপানা এমনভাবে বেড়ে উঠেছে ৫ মিনিটের নৌপথ পাড়ি দিতে নৌযানে পৌছতে সময় লাগছে ৫-৭ ঘন্টা। কচুরিপানা জটের ফলে সকল ধরনের ইঞ্জিনচালিত বোট চলাচল বন্ধ রয়েছে। স্থানীয় অধিবাসী আবুল ও কনা তঞ্চঙ্গ্যা জানান, বিশাল কচুরিপানা জটের ফলে সকল ধরনের ব্যবসা-বাণিজ্য বন্ধ রয়েছে। কোন নৌযান চলাচল করছেনা।
এদিকে ইঞ্জিন চালিত বোট চালাতে গিয়ে বোটের পাখা ভেঙে গিয়ে অনেক বোট চালক আর্থিক ক্ষতির শিকার হচ্ছে। এছাড়া প্রচুর পরিমাণ তেল, মবিল খরচ হচ্ছে বলে চালকরা জানিয়েছেন।
কাপ্তাই ৪নং ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ জানান, কচুরিপানার জটের ফলে এলাকার সর্বস্তরের লোকজনের ক্ষতি হচ্ছে। ইতিমধ্যে একটি পরিবার লেকে আটকে পড়ায় বহু কষ্টে তাদের উদ্ধার করা হয়েছে। আমরা কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র ব্যবস্থাপকের সাথে যোগাযোগ রাখছি কচুরিপানা জট অপসারণের জন্য। ইতিমধ্যে পিডিবি কর্তৃপক্ষ কিছু কচুরিপানা জট অপসারণ করেছে। পিডিবি আরও অপসারণ করবে বলে তিনি জানিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দীপংকর তালুকদার এমপি কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পীলওয়ে পরিদর্শন করেন এবং কাপ্তাই লেকে কচুরিপানার কারণে সৃষ্ট সমস্যা পর্যবেক্ষণ করেন। পরে তিনি কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপকের কার্যালয়ে কচুরিপানা জট কিভাবে নিরসন করা যায় সে বিষয়ে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করেন।
Discussion about this post