চট্টগ্রাম, ২২ সেপ্টেম্বর,২০২৩:
দীর্ঘ সাত বছর পর আগামীকাল ২৩ সেপ্টেম্বর, শনিবার রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। যুবলীগের ত্রিবার্ষিক কাউন্সিল হলেও প্রায় সাত বছর পর হচ্ছে এই কাউন্সিল। সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ডজন খানেক প্রার্থী রয়েছেন। এসব প্রার্থীদের মধ্যে আগামী কাউন্সিলে সভাপতি পদে অন্যতম প্রার্থী রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ মাহমুদুল হাসান।
তিনি রাঙ্গুনিয়ার লালানগর ইউনিয়নের বাসিন্দা। ছাত্রজীবন থেকে তিনি ছাত্রলীগের সাংগঠনিক রাজনীতিতে যুক্ত হন।
এ ব্যাপারে রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ মাহমুদুল হাসান বলেন, আমি ছাত্রজীবন থেকে ছাত্র লীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম। যখন লালানগর ও হোছনাবাদ এলাকায় আওয়ামী লীগ, ছাত্রলীগ করা কঠিন ছিল তখন থেকে আমি সকল প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের কর্মী হিসাবে রাজনীতি শুরু করি। ইউনিয়ন ও উত্তর রাঙ্গুনিয়া কলেজে ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছি। এরপরে যুবলীগের রাজনীতিতে এসে সংগঠনকে শক্তিশালী করার চেষ্টা করেছি।
তিনি বলেন, রাঙ্গুনিয়ার সূর্য সন্তান তথ্য ও সম্প্রচার মন্ত্রী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদের নেতৃত্বে বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা ও দারিদ্রমুক্ত স্বপ্নের
বাংলাদেশ গড়তে এবং চতুর্থ শিল্প বিপ্লব বাস্তবায়নে বাংলাদেশ যুব রাজনীতির পথিকৃৎ শহিদ শেখ ফজলুল হক মনির রক্ত ও আদর্শের উত্তরাধিকার বাংলাদেশ যুবলীগের চেয়ারম্যান ফজলে শামস্ পরশের নেতৃত্বে আগামীর যুবলীগকে একটি মেধাসম্পন্ন রাজনৈতিক ও
সাংগঠনিক ক্ষমতাসম্পন্ন সংগঠনে পরিণত করার লক্ষ্যে লড়াই চালিয়ে যেতে চাই। একই সাথে সাংগঠনিক উৎসাহ পেলে সংগঠনের জন্য আরো কঠিন পরিশ্রম করতে প্রস্তুত আছি। যাতে আগামী নির্বাচনে দেশরত্ন শেখ হাসিনার নির্বাচনি লড়াইয়ে সামিল হয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে পারি। তিনি বলেন, আমি সংগঠনে উড়ে আসা কেউ নই। সংগঠনের জন্য যতটুকু সম্ভব কাজ করেছি। সংগঠন থেকে যা পেয়েছি আমি কৃতজ্ঞ। দল যদি মনে করে আমি রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সভাপতি পদের জন্য উপযুক্ত তাহলে আমি আরো প্রাণপণে কাজ করব। যে কারণে আমি সভাপতি পদের জন্য রাজনৈতিক জীবনবৃত্তান্ত জমা দিয়েছি। বাকিটা মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ও আমার অভিভাবক ড. হাছান মাহমুদ ও সংগঠনের নেতাকর্মি ও তৃণমূলের কর্মী-সমর্থকরা বিচার-বিবেচনা করবেন।
রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ মাহমুদুল হাসান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ অণুপ্রাণিত হয়ে ৯০ এর দশকে ছাত্রলীগের রাজনীতির মধ্য দিয়ে ১৯৯৪ সালে প্রথমে তিনি হোছনাবাদ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতি হন। ১৯৯৫ সালে বাংলাদেশ ছাত্রলীগ বৃহত্তর হোছনাবাদ ইউনিয়ন শাখার সিনিয়র সহ-সভাপতি ছিলেন। পরে তিনি হোছনাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন।
তিনি বৃহত্তর হোছনাবাদ ছাত্রলীগ ইউনিয়ন শাখার সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করেন। তিনি উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। পরে তিনি কমিটির সাধারণ সম্পাদক হন। মাহমুদুল হাসান উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্র লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন। ১৯৯৯ সালে তিনি বাংলাদেশ ছাত্রলীগ, রাঙ্গুনিয়া উপজেলা শাখার সহ-সম্পাদক হন। এছাড়া ২০০৫ খ্রি. থেকে সাত বছর তিনি যুবলীগ, রিয়াদ শাখার (সৌদি আরব) সিনিয়র সহ-সভাপতি ছিলেন। সর্বশেষ মুহাম্মদ মাহমুদুল হাসান ২০১৭ সাল থেকে রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক পদে সংগঠনের দায়িত্ব পালন করে আসছেন।
Discussion about this post