চট্টগ্রাম, ৮ অক্টোবর, ২০২৩:
সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় বলেছেন, শারদীয় দুর্গাপূজায় চট্টগ্রাম মহানগরের পূজামণ্ডপে আইন শৃঙ্খলা বাহিনীর চার স্তরের নিরাপত্তা থাকবে। নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর দেড় হাজার সদস্য থাকবে। তিনি মণ্ডপে সিসিটিভি ক্যামেরা, বিদ্যুতের জেনারেটর, পূজা কমিটির স্বেচ্ছাসেবকদের সর্বদা সতর্ক রাখার উপরও গুরুত্ব আরোপ করেন।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ দুপুরে দামপাড়া পুলিশ লাইন্সের মাল্টিপারপাস সেডের কনফারেন্স রুমে চট্টগ্রাম মহানগর পুলিশ শারদীয় দুর্গা পূজা উদযাপন পরিষদ, চট্টগ্রাম মহানগর কমিটির সাথে এক মত বিনিময় সভায় তিনি এসক কথা বলেন। সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়ের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এম এ মাসুদ, পূজা উদযাপন পরিষদের সভাপতি আশীষ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক হিল্লোল সেন। এছাড়া র্যাব, আনসার, ফায়ার সার্ভিস, চট্টগ্রাম মহানগর পুলিশের জোনাল ডিসি, এসি, থানার ওসি, পূজা উদযাপন পরিষদের থানা পর্যায়ের সংগঠকবৃন্দ শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে তাদের মতামত তুলে ধরেন।
তবে চট্টগ্রামে কর্ণফুলি টানেল উদ্বোধনে ২৮ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে পতেঙ্গায় প্রতিমা নিরঞ্জনের স্থান নির্ধারণে পরবর্তিতে সিদ্ধান্ত জানানো হবে বলে জানানো হয় সভায়।
সভায় নিয়মিত টহল টিম,গুজবের ব্যাপারে সতর্ক থাকা, ডিজে বন্ধ করা, চলাচলের সড়ক মেরামত করা, ভাসমান দোকান সরানোর ব্যাপারে আলোচনা করা হয়। সিএমপি কমিশনার বলেন, পূজা উপলক্ষে সুনির্দিষ্ট কোনো থ্রেট নেই। তবে যে কোন ধরনের পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত থাকবে।
এ বছর চট্টগ্রাম মহানগরীতে প্রায় তিনশ’ পূজামণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হবে বলে জানা যায়।
Discussion about this post