চট্টগ্রাম, ১৯ েমে, ২০২৪:
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন হবে আগামী অক্টোবরে। এই নির্দেশনা এসেছে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে। বিগত দুই বছরে এ নিয়ে পঞ্চম বারের মতো সম্মেলনের সিদ্ধান্ত হলো। তবে প্রধানমন্ত্রী সরাসরি সম্মেলনের নির্দেশনা দেয়ায় এবারের সিদ্ধান্ত আলাদা গুরুত্ব বহন করছে। এজন্য জুন-জুলাই মাসের মধ্যে অসমাপ্ত ইউনিট, ওয়ার্ড ও থানা সম্মেলন হবে।
আজ দুপুরে কাজির দেউড়িস্থ সেনা কল্যাণ কনভেনশন সেন্টারে নগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি।
বক্তব্যকালে হানিফ বলেন, আমরা চাই অক্টোবর মাসের মধ্যে চট্টগ্রাম মহানগরের সম্মেলন করবে। এর আগে যতগুলো ধাপ আছে প্রত্যেকটি ধাপের সম্মেলন সম্পন্ন করতে হবে। কোনো জোড়াতালি দিয়ে সংগঠন হবে না। সংগঠনের প্রতিটি স্তর ধাপে ধাপে শেষ করেই মহানগর সম্মেলন করব। আমাদের প্রথমে ইউনিটের সম্মেলন শেষ করতে হবে।
তিনি বলেন, ইতোমধ্যে ১৩২টি ইউনিটের মধ্যে ১০৫টির সম্মেলন শেষ হয়েছে। ৪৪ ওয়ার্ডের মধ্যে ১৫টির সম্মেলন শেষ হয়েছে। ১৫টি থানার মধ্যে একটির সম্মেলন শেষ হয়েছে। প্রত্যেকটি ইউনিটের সম্মেলন শেষ করতে হবে। ওয়ার্ড এবং থানার সম্মেলনগুলো আগামী জুলাই মাসের মধ্যে শেষ করতে চাই। আগস্ট মাস আমাদের শোকের মাস যেহেতু সম্মেলন হয় না। সে কারণে জুলাই মাসের মধ্যে ইউনিট, ওয়ার্ড ও থানার সম্মেলন শেষ করতে হবে। আগস্টের পর সেপ্টেম্বর মাস সম্মেলনের প্রস্তুতি হিসেবে রাখা হবে। অক্টোবর মাসেই আমরা সম্মেলন করব। কোথায় কখন ইউনিট, ওয়ার্ড ও থানার সম্মেলন হবে তার রোডম্যাপ আমরা তৈরি করব। অক্টোবর মাসের কোন তারিখে মহানগর সম্মেলন হবে সেটি প্রধানমন্ত্রীর সাথে আলাপ করে জানানো হবে।
মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু, আবদুচ ছালাম, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, খোরশেদ আলম সুজন, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, সুনীল সরকার, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি নোমান আল মাহমুদ প্রমুখ। সভায় নগর আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য, উপদেষ্টাম-লীর সদস্য, সম্পাদকম-লীর সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।
Discussion about this post